Riteish Deshmukh: জেনেলিয়াকে কদর্য আক্রমণ, ট্রোলারকে কী বললেন রীতেশ?
সম্প্রতি 'পিঞ্চ' নামক এক চ্যাট শো সঞ্চালনা করতে শুরু করেছেন আরবাজ খান। সেখানেই জেনেলিয়া ও রীতেশের সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্ট সেকশন থেকে কিছু মন্তব্য পড়ে শোনান তিনি।
জেনেলিয়া ডি’সুজাকে দিন কয়েক আগেই অশ্লীল বলে আক্রমণ করেছিল জনৈক নেটাগরিক। এখানেই শেষ নয়, তাঁর বয়স নিয়েও হয়েছিল কটাক্ষ। তা নিয়েই মুখ খুললেন স্বামী রীতেশ দেশমুখ।
সম্প্রতি ‘পিঞ্চ’ নামক এক চ্যাট শো সঞ্চালনা করতে শুরু করেছেন আরবাজ খান। সেখানেই জেনেলিয়া ও রীতেশের সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্ট সেকশন থেকে কিছু মন্তব্য পড়ে শোনান তিনি। সেই কমেন্টেই দেখা যায় জেনেলিয়াকে আন্টি আখ্যা দেওয়া ছাড়াও তিনি অতিনাটক করেন- এই অভিযোগও নিয়ে আসে এক নেটাগরিক। জেনেলিয়া অবশ্য সেই কমেন্ট পড়ে রেগে যাননি। বরং সেই ব্যক্তির উদ্দেশ্যে শান্ত ভাবে তিনি বলেন, “আমার মনে হয় গোটা দিনটা খারাপ যাচ্ছিল তাঁর।” তাঁকে অশ্লীল বলেও আক্রমণ করা হয়। সে প্রসঙ্গে জেনেলিয়ার মন্তব্য, “এমন সব চরিত্রে অভিনয় করেছিল যেখানে ভালগার হওয়ার কোনও জায়গাই ছিল না। আমি সব ছবিতেই বিবাহিত। অথবা এমন একজন মেয়ে যাকে তুমি বিয়ে করে বাড়ি নিয়ে যেতে চাইবে।”
যে ব্যক্তি জেনেলিয়াকে এ হেন কুমন্তব্য করেছিলেন, তিনি প্রোফাইলে নিজের নাম দেন নি। অথচ লিখেছিলেন তিনি যোগাভ্যাস করেন। স্ত্রীকে কদর্য অপমানে রীতেশ এক বিন্দু না রেগে সেই ব্যক্তিকে বলেন, “তোমার সত্যিই যোগাভ্যাস করা উচিত। প্রয়োজনে কপালভাতি অথবা শবাসন।” ইন্ডাস্ট্রিতে হ্যাপি কাপল বলে পরিচিত ওঁরা দুজন। ২০১২তে বিয়ে হয় তাঁদের। রয়েছে দুই সন্তান। বিয়ের পর টিনশেল টাউনকে প্রায় বিদায় জানিয়েছেন জেনেলিয়া। রীতেশকে শেষ দেখা গিয়েছে বাঘি ৩ ছবিতে।