AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raj-Shilpa: রাজের পথেই হাঁটলেন শিল্পা? চোখকে যেন বিশ্বাস করতে পারছে না নেটপাড়া

Bollywood Gossip: তবে ছন্দে ফিরলেও নিজের মুখ আর কাউকে দেখাতে চান না রাজ কুন্দ্রা। তাই নানান রকম মুখোশ সঙ্গে মানানসই পোশাক পরে প্রকাশ্যে বেরন তিনি। প্রাথমিকভাবে চরম ট্রোলের শিকার হলেও বর্তমানে এটাই রাজের বাস্তব রূপ। চিত্র গ্রাহকদের কাছে তাই রাজের এই পোশাক খুব একটা অবাক কাণ্ড নয়।

Raj-Shilpa: রাজের পথেই হাঁটলেন শিল্পা? চোখকে যেন বিশ্বাস করতে পারছে না নেটপাড়া
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 1:50 PM
Share

পরিচালক রাজ কুন্দ্রা, গত দু’বছর ধরেই যিনি চর্চার কেন্দ্রের জায়গা করে নিয়েছেন। কারণ একটাই, পর্ন কাণ্ডে নাম জড়িয়ে যায় তাঁর। তিনি নাকি গোপনে নীল ছবির পরিচালনা করতেন, এমনটাই দাবি করেছিল পুলিশ। এরপর রাতারাতি পাল্টে গিয়েছিল তাঁর স্ত্রী শিল্পা শেট্টিরও জীবন। কীভাবে আবারও স্বাভাবিক ছন্দে ফেরাবেন বুঝতে পারছিলেন না অভিনেত্রী। কখনও শোনা গিয়েছিল তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে রাজ কুন্দ্রাকে ত্যাগ করছেন, আবার কখনও শোনা গিয়েছিল তিনি নাকি রাজ কুন্দ্রাকে বিবাহ বিচ্ছেদের নোটিস ধরাতে চলেছেন। তবে কোনওটাই বাস্তব নয়। শিল্পা পরিস্থিতির সঙ্গে লড়াই করে আবারও সবটা ছন্দে ফিরিয়ে নিয়েছিলেন খুব দ্রুত।

তবে ছন্দে ফিরলেও নিজের মুখ আর কাউকে দেখাতে চান না রাজ কুন্দ্রা। তাই নানান রকম মুখোশ সঙ্গে মানানসই পোশাক পরে প্রকাশ্যে বেরন তিনি। প্রাথমিকভাবে চরম ট্রোলের শিকার হলেও বর্তমানে এটাই রাজের বাস্তব রূপ। চিত্র গ্রাহকদের কাছে তাই রাজের এই পোশাক খুব একটা অবাক কাণ্ড নয়। তবে এবার ঘটল সত্যি এক অবাক করা ঘটনা, যে পোশাকে চরম ট্রোল হচ্ছে শিল্পার স্বামী, এবার শিল্পা নিজেই স্বামীর সঙ্গে তাল মিলিয়ে একই পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়লেন। একেবারে যাকে বলে মানিকজোড়। একে ওপরে হাত ধরে হাঁটতে দেখা গেল তাঁদের মুখে মাক্স পরনে কালো পোশাক।

অতীতে রাজ তাঁর পাশে মাক্স পরে হাঁটলেও শিল্পা কখনও এমন কোনও পদক্ষেপ করেননি। তাই এবার তাঁকে দেখে রীতিমতো শোরগোল নেট দুনিয়ায়। কেউ করলেন কটাক্ষ, কেউ আবার স্বামীর পাশে এভাবে দাঁড়ানো সিদ্ধান্তকে জানালেন কুর্নিশ। প্রসঙ্গত শিল্পা শেট্টি এখন ব্যস্ত রয়েছে রোহিত শেট্টির আগামী পুলিশ সিরিজের কাজ নিয়ে। যা মুক্তি পেতে চলেছে ওটিটিতে। যেখানে শিল্পা শেট্টির সঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকেও। এই ছবি হাত ধরেই ওটিটি ডেবিউও করবেন শিল্পা।