AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মন্দিরে হওয়া জঙ্গি হামলাই এ বার ওয়েবে নিয়ে আসছেন অক্ষয় খান্না

২০০২ সালের ২৪ সেপ্টেম্বর গান্ধীনগরের অক্ষরধাম মন্দিরে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল তাঁর উপরেই নির্মিত ছবিটি। পরিচালনায় রয়েছেন কেন ঘোষ।

মন্দিরে হওয়া জঙ্গি হামলাই এ বার ওয়েবে নিয়ে আসছেন অক্ষয় খান্না
ওয়েব ডেবিউ অক্ষয়ের
| Edited By: | Updated on: Jun 27, 2021 | 10:02 AM
Share

ওয়েব ডেবিউ করতে চলেছেন অভিনেতা অক্ষয় খান্না। ২০০২ সালে ঘটা ভয়াবহ ঘটনাই ফুটিয়ে তুলতে চলেছেন ছোট পর্দায়। প্রোজেক্টের নাম ‘স্টেট অব সিজ, টেম্পল অ্যাটাক’। অক্ষয় খান্নাকে দেখা যাবে ন্যাশানাল সিকিউরিটি গার্ড তথা এনএসজি অফিসারের ভূমিকায়। মুক্তি পেয়েছেন ছবিটির টিজার।

২০০২ সালের ২৪ সেপ্টেম্বর গান্ধীনগরের অক্ষরধাম মন্দিরে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল তাঁর উপরেই নির্মিত ছবিটি। পরিচালনায় রয়েছেন কেন ঘোষ। ছবি প্রসঙ্গে তাঁর বক্তব্য, “ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এই ছবির মাধ্যমে। আমার বাবা কাছে করছেন ভারতীয় সেনাবাহিনীতে। আমি দেখেছি নিজেদের জীবনের পর‍োয়া না করে কীভাবে তারা ঝুঁকি নেন।” যে টিজারটি প্রকাশ পেয়েছে তাতেও দেখা গিয়েছে সাসপেন্স, অ্যাকশনে রয়েছে মিলিয়ে-মিশিয়ে। অক্ষয় খান্নাও এক ঝলকে নজর কেড়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ৯ জুলাই জি-ফাইভে দেখা যাবে এই ছবি।

View this post on Instagram

A post shared by ZEE5 (@zee5)

নিউ নর্মালে বলি অভিনেতাদের ওটিটিতে কাজ করার প্রবণতা বেড়েছে। ছবিও মুক্তি পাচ্ছে ওটিটিতে। মাস খানের আগেই ওটিটিতে মুক্তি পেয়েছে সলমন খানের রাধে। বিদ্যা বালানও শেরনির মধ্যে দিয়ে ওটিটি ডেবিউ করলেন কিছুদিন আগেই। এ বার পালা অক্ষয় খান্নার। বিদ্যার মতো তিনিও ওটিটিতে ম্যাজিক তৈরি করতে পারেন কিনা তা দেখতে মুখিয়ে দর্শকরা।

আরও পড়ুন-হাতে মদের বোতল, জুঁইয়ের মালা…চেনা রোশন অন্যরূপে!