Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suniel Shetty: ৬০ বছর বয়সে ওয়েব ডেবিউ করছেন সুনীল শেট্টি

Suniel Shetty: সুনীল শেট্টির এখন ৬০ বছর বয়স। কিন্তু কাজে উৎসাহের কোনও কমতি নেই তাঁর। প্রতিটি কাজই একেবারে শূন্য থেকে শুরু করতে পছন্দ করেন।

Suniel Shetty: ৬০ বছর বয়সে ওয়েব ডেবিউ করছেন সুনীল শেট্টি
সুনীল শেট্টি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2021 | 10:33 AM

ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা হোক অথবা সদ্য কাজ করতে শুরু করা কোনও নতুন মুখ- ওয়েব প্ল্যাটফর্ম সকলেরই পছন্দের জায়গা। করোনা আতঙ্কের পর বড়পর্দায় ছবির সংখ্যা সঙ্গত কারণেই কমেছে। ফলে ওয়েবমুখী সব ধরনের শিল্পী। কেউ ওয়েব প্ল্যাটফর্মেই কাজ শুরু করছেন। আবার যাঁরা বড়পর্দার সুপারস্টার, তাঁরাও ওয়েবমুখী হচ্ছেন। এ বার সেই তালিকায় নাম লেখালেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি।

‘ইনভিজিবল উওম্যান’ নামের একটি ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল ডেবিউ করছেন সুনীল শেট্টি। তামিল পরিচালক রাজেশ এম সেলভা এই থ্রিলার ওয়েব সিরিজে পরিচালনার দায়িত্বে রয়েছেন। ১৯৯০-২০০০ বলিউডে চুটিয়ে কাজ করেছেন সুনীল। ‘ধড়কন’, ‘হেরা ফেরি’ সিরিজের মতো বহু জনপ্রিয় কাজ রয়েছে তাঁর সিভিতে। ইদানিং অনেক বেছে কাজ করেন তিনি। ওয়েব ডেবিউয়ের জন্য অনেকদিন অপেক্ষায় ছিলেন। অবশেষে পছন্দের চিত্রনাট্য হাতে পাওয়ায় অভিনয় করতে রাজি হলেন তিনি।

সুনীল শেট্টির এখন ৬০ বছর বয়স। কিন্তু কাজে উৎসাহের কোনও কমতি নেই তাঁর। প্রতিটি কাজই একেবারে শূন্য থেকে শুরু করতে পছন্দ করেন। সুনীলের কথায়, “আজকের দিনে কোনও ওয়েব সিরিজের বিষয় এমন হওয়া উচিত, যা দর্শক আগে দেখেননি। ‘ইনভিজিবল উওম্যান’ এমন একটা বিষয়, প্রথমেই তা আমার নজর কেড়েছিল। ইওডলের সঙ্গে কোলাবরেট করতে পেরে ভাল লাগছে। ওয়েব সিরিজে এই অন্যরকম ভাবে আমার ডেবিউ হওয়ার জন্য ধন্যবাদ। শোনা যাচ্ছে, এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন এষা গুপ্তা। খুব তাড়াতাড়ি ফ্লোরে যাবে এই সিরিজ।

সদ্য কৌন বনেগা ক্রোড়পতির সেটে জ্যাকি শ্রফের সঙ্গে হাজির হয়েছিলেন সুনীল। সেখানে তিনি জানান, অমিতাভকে তিনি প্রথম দেখেছিলেন ‘ডন’ ছবির সেটে। প্রথম সাক্ষাতেই সুনীলকে নিজের ফোন নম্বর দিয়েছিলেন অমিতাভ। ঘটনাটি তিনি ভুলে গেলেও মনে রেখেছেন সুনীল। সে সময় খুবই অল্প বয়স ছিল তাঁর। মুম্বইয়ে সুনীলের বাড়ির কাছেই একটি লোকেশনে ‘ডন’ ছবির শুটিং করছিলেন অমিতাভ। সুনীল বলেন, “ছবির কলাকুশলীরা আমাকে শুটিং সেটের ভিতরে ঢুকতে দিচ্ছিলেন না। তারপর আপনি নিজে এগিয়ে আসেন আমার কাছে, বলেন, তাঁরা বাচ্চাদের ভিতরে আসা থেকে আটকাচ্ছেন কেন? সে দিন আপনি আমাদের আপনার কাছে যেতে দিয়েছিলেন। আমরা ৮-১০জন বাচ্চা আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। চলে আসার সময় আপনি আমাদের নিজের ফোন নম্বর দিয়েছিলেন।” এই কথা শুনে অমিতাভ বলেন, “কিন্তু আমাকে তো আপনি ফোন করেননি কোনওদিন?” এই উত্তরেই সুনীল বলেন, “আপনাকে ফোন করিনি কারণ ভগবানের সঙ্গে কেউ এমনিতেও কথা বলতে পারে না…” সুনীলের মুখে এই কথা শুনে তাঁকে তৎক্ষণাৎ থামিয়ে অমিতাভ বলেন, “এহ, এভাবে কি কেউ কথা বলে!”

আরও পড়ুন, Subhashree Ganguly: মহালয়ার অনুষ্ঠানে দুর্গা শুভশ্রী, দেখে নিন নায়িকার তৈরি হওয়ার কিছু মুহূর্ত