Subhashree Ganguly: মহালয়ার অনুষ্ঠানে দুর্গা শুভশ্রী, দেখে নিন নায়িকার তৈরি হওয়ার কিছু মুহূর্ত

Subhashree Ganguly: কখনও নিজের টাচ আপ করছেন। কখনও বা স্ক্রিপ্ট পড়ে নিচ্ছেন। কখনও আবার নাচের প্রস্তুতি নিচ্ছেন। ঠিক এ ভাবেই নিজেকে দুর্গা রূপে সাজিয়ে নিয়েছিলেন শুভশ্রী।

Subhashree Ganguly: মহালয়ার অনুষ্ঠানে দুর্গা শুভশ্রী, দেখে নিন নায়িকার তৈরি হওয়ার কিছু মুহূর্ত
তৈরি হচ্ছেন শুভশ্রী। ছবি: ফেসবুক থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2021 | 10:07 AM

পুজো আসছে। দুর্গাপুজো। কী ভাবে বুঝবেন? একটু একটু করে বদলাবে রোদ্দুরের রং। ভোরের দিকে হালকা ঠাণ্ডার অনুভূতি। কুমোর পাড়ায় বাড়বে ব্যস্ততা। আর ফাইনাল বেল পড়বে মহালয়ার ভোরে।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া বাঙালির নস্ট্যালজিয়া। রেডিও যেন বাঙালির বাড়িতে ওই একটা দিনই আজও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে মহালয়া শুধুমাত্র রেডিও নস্ট্যালজিয়া নয়। টেলিভিশনে বিভিন্ন চ্যানেলেও মহালয়া অনুষ্ঠিত হয়। কোন চ্যানেলে কোন অভিনেত্রী দুর্গা হবেন, তা নিয়ে আগাম জল্পনা চলতে থাকে। শুধু দুর্গা নন, বাকি দেব-দেবীদের নিয়েও তো জল্পনা তৈরি হয়। তবে দুর্গাকে ঘিরে আলাদা উৎসাহ থাকেই। দুর্গার সাজ-পোশাক নিয়ে জল্পনা চলতেই থাকে। চলতি বছর জি বাংলার মহালয়ার অনুষ্ঠানে দুর্গার ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কেমন ছিল সেই প্রস্তুতির মুহূর্ত?

নাকে নথ, পায়ে আলতা পরা, গা ভর্তি গয়না শুভশ্রীর। কখনও নিজের টাচ আপ করছেন। কখনও বা স্ক্রিপ্ট পড়ে নিচ্ছেন। কখনও আবার নাচের প্রস্তুতি নিচ্ছেন। ঠিক এ ভাবেই নিজেকে দুর্গা রূপে সাজিয়ে নিয়েছিলেন শুভশ্রী। শুক্রবার জি বাংলার ফেসবুক পেজে বিহাইন্ড দ্য সিনের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানেই ভিন্ন রূপে ধরা পড়েছেন নায়িকা।

সদ্য মালদ্বীপ বেড়াতে গিয়েছেন টলিপাড়ার হ্যাপেনিং কাপল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একের পর এক শেয়ার করছেন ছবি। কখনও সমুদ্রের ধারে একান্তে আবার কখনও বা পড়ন্ত রোদেলা বেলায় উপচে পড়ছে তাঁদের প্রেম। টলিপাড়ার বন্ধুরাও ভরিয়ে দিয়েছেন ভালবাসায়। কেউ লিখেছেন, ‘হট’… আবার কারও মতে কাপল গোলস দিচ্ছেন তাঁরা।

শুধু রাজ-শুভশ্রীই নয়, ওই ট্রিপে তাদের সঙ্গী হয়েছে সেলেব কাপলের একমাত্র সন্তান ইউভানও। এটিই তার প্রথম বিদেশযাত্রা। এর আগে শহর ছাড়ার দিন ক্যামেরা বন্দি হয়েছিল ছোট্ট ইউভান। টলমল পায়ে হেঁটে বেরিয়েছিলে বিমানবন্দরের এদিক-ওদিক। মায়ের সঙ্গে রঙ মিলিয়েই পোশাক পরেছিল সে। দিন কয়েক আগেই পুরী বেড়াতে গিয়েছিল ইউভান। প্রথম বার সমুদ্র দেখেছিল সে। সেই ছবি শেয়ার করেছিলেন বাবা-মা’ও। আরও একবার সমুদ্রের কাছাকাছি পৌঁছে গেল সে… এবারও সঙ্গী বাবা-মা।

বলিউডে সেলেবদের মধ্যে মালদ্বীপ যাওয়ার চল রয়েছে। কিছুদিন আগেই মালদ্বীপ থেকে ঘুরে এলেন পরিণীতি চোপড়া। রাহুল-বৈদ্য ও দিশা পারমারকেও দেখা গিয়েছে সেখানে, এই কয়দিন আগেই। টলিউডেও ক্রমে চালু হয়েছে সেই ট্রেন্ড। মাস খানেক আগেই মালদ্বীপে ছেলে ও ছেলের প্রেমিকাকে নিয়ে ছুটি কাটিয়ে এসেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার সেই দলে নাম লেখালেন রাজ-শুভশ্রীও।

আরও পড়ুন, Bengali Movie: পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়ার পর কী ভাবে জীবনে ফিরল শহর? আসছে পাভেলের ‘কলকাতা চলন্তিকা’