Sushmita Sen: হাঁটু গেড়ে হারমোনিয়ামে…, সুস্মিতার মেয়ের কণ্ঠে কোন গান শুনে মুগ্ধ সকলেই?
Sushmita Sen: সুস্মিতা সেনের বড় মেয়ে রেনি সেন। তিনি যে এত ভাল গান করেন, এতদিন তা ছিল অন্তরালেই। তবে মঙ্গলবার সন্ধে গড়াতেই রেনির একটি পোস্ট রীতিমতো হইচই ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে।
সুস্মিতা সেনের বড় মেয়ে রেনি সেন। তিনি যে এত ভাল গান করেন, এতদিন তা ছিল অন্তরালেই। তবে মঙ্গলবার সন্ধে গড়াতেই রেনির একটি পোস্ট রীতিমতো হইচই ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে। সবার একটাই কথা! ‘এত ভাল গান করেন রেনি’। হাঁটুগেড়ে হারমোনিয়ামের সামনে বসে সুস্মিতা কন্যা। যে গানটি বেছে নিয়েছেন, তা নিতান্ত সোজা নয়। ‘বরফি’ ছবির গান ‘ফির লে আয়া দিল’ যা গেয়েছিলেন খোদ রেখা ভরদ্বাজ– গানটি যারা শুনেছেন তাঁরা জানেন, পুরো গান জুড়েই সুরের আনাগোনা। নানারকমের ওঠানামা… সে সবই ঠিক করে করেছেন রেনি। আর তাতেই মুগ্ধ নেটপাড়া। তাঁদের একটাই প্রশ্ন রেনিকে, “এই প্রতিভা এতদিন কেন লুকিয়ে রেখেছিলেন”?
রেনি সুস্মিতার পালিতা কন্যা। বিয়ে করেননি সুস্মিতা। জীবনে বহু পুরুষ এসেছে। বহু পুরুষ বিদায় জানিয়েছে, কিন্তু সুস্মিতা বাঁচেন নিজের শর্তেই। তাঁর দুই মেয়েও অনুসরণ করেছেন মায়ের পথ। রেনি পার করেছেন টিন-এজ গণ্ডি। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। অভিনয়ে নাম লেখাবেন কিনা তা জানা নেই। তবে নেটিজেনের সুপারিশ, গান নিয়ে যেন ভবিষ্যতে ভাবেন রেনে। এই মুহূর্তে সুস্মিতাও ব্যস্ত তাঁর কাজ নিয়ে। সম্প্রতি শেষ হয়েছে ‘আরিয়ার’ শুটিং। মুক্তি পাবে তাঁর ছবি ‘তালি’ও। সেখানে এক ট্রান্সজেন্ডারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এরই মধ্যে দুই মেয়ে নিয়ে ভালই আছেন প্রাক্তন মিস ইউনিভার্স।
শুনুন রেনির কণ্ঠে গান
View this post on Instagram