অভিষেকের সঙ্গে বিচ্ছেদ! ঐশ্বর্যর নাম পাল্টিয়ে পাকিস্তানে বিয়ের প্রস্তাব
ঐশ্বর্যও নাকি প্ল্যান করে ফেলেছেন অভিষেককে ছেড়ে মুম্বই শহর ছেড়ে দেবেন। তবে এসব রটলেও, অভিষেক-ঐশ্বর্য কেউই এই বিষয় নিয়ে মুখ খোলেননি। তাতে কী, ঐশ্বর্য বা অভিষেক কিচ্ছু না বললেও, তাঁদের ডিভোর্সের জন্য দিন গুণছেন আরেক পুরুষ। নাহ, সে বলিউডের কেউ নন, এমনকী, ফিল্মি দুনিয়ার সঙ্গেও তাঁর কোনও যোগ নেই।

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের দাম্পত্য কলহ নিয়ে বহু দিন ধরেই নানা জল্পনা চলছে গোটা বলিউডে। রটেছে, খুব শীঘ্রই নাকি ডিভোর্সের পথে হাঁটছেন জুনিয়ার বচ্চন অভিষেক। অন্যদিকে, ঐশ্বর্যও নাকি প্ল্যান করে ফেলেছেন অভিষেককে ছেড়ে মুম্বই শহর ছেড়ে দেবেন। তবে এসব রটলেও, অভিষেক-ঐশ্বর্য কেউই এই বিষয় নিয়ে মুখ খোলেননি। তাতে কী, ঐশ্বর্য বা অভিষেক কিচ্ছু না বললেও, তাঁদের ডিভোর্সের জন্য দিন গুণছেন আরেক পুরুষ। নাহ, সে বলিউডের কেউ নন, এমনকী, ফিল্মি দুনিয়ার সঙ্গেও তাঁর কোনও যোগ নেই। তবুও ঐশ্বর্যকে বিয়ে করতে চান তিনি! এমনকী, বিয়ের পর ঐশ্বর্যর নাম বদলে, ধর্ম বদলে নিজের সঙ্গী করতে চান। কে তিনি? নাহ এদেশের কেউ নন, পাকিস্তানের মুফতি আবদুল কাভিই এমনটা বলেছেন এক সাক্ষাৎকারে।

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। একসময় ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হলেই, একটি রসিকতা শোনা যেত। পাকিস্তান নাকি ভারতীয় সেনাবাহিনীকে বলেছিল, মাধুরী দীক্ষিতকে তাঁদের দিয়ে দিলে, কাশ্মীর ছেড়ে দেবে পাক। সময় বদলাতে মাধুরীর জায়গায় চলে আসেন ঐশ্বর্য রাই। তবে এবারটি আর মস্করা নয়। বরং সোজাসুজিই ঐশ্বর্যকে বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করলেন পাকিস্তানের মুফতি আবদুল কাভি। পাকিস্তানের এক পডকাস্টে কাভি বলেন, ঐশ্বর্যকে আমার দারুণ পছন্দ। ঐশ্বর্যের সঙ্গে অভিষেক যেটা করছেন, তা আমার একেবারেই পছন্দ নয়। তাই ঐশ্বর্যকে বলতে চাই, কোন চিন্তা নেই। অভিষেককে ছেড়ে দিন। আমি বিয়ে করে নেব। ধর্ম বদলে, ঐশ্বর্যর নাম হবে আয়েশা। পাকিস্তানে এসে আমার স্ত্রী হিসেবে থাকবে, মজা করবে। আর কি চাই। এমনকী, মেয়ে আরাধ্যাকেও দত্তক নেওয়ার আগ্রহ দেখিয়েছেন মুফতি।
তবে শুধুই ঐশ্বর্য নন। এর আগে রাখি সাওয়ান্তকেও বিয়ে করতে চেয়েছিলেন মুফতি কাভি। সেই সাক্ষাৎকারও ভাইরাল হয়েছিল। তবে কাভির এমন মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি ঐশ্বর্য বা অভিষেক।
