রাঘব-পরিণীতির সন্তান আসছে পৃথিবীতে, দম্পতির ঘোষণায় শুভেচ্ছার ঝড়
পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে উদয়পুরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে পরিণীতি মুম্বই, দিল্লি এবং লন্ডনে কিছুটা করে সময় কাটিয়েছেন। বিয়ের পর থেকেই তাঁর ওজন বাড়ার কারণে গুঞ্জন শোনা গিয়েছিল যে তিনি গর্ভবতী। তবে তখন পরিণীতি এই গুজবকে জোরালোভাবে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এবার সুখবর দিলেন দম্পতি। নায়িকা এবং রাঘব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে, তাঁরা তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন।

পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে উদয়পুরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে পরিণীতি মুম্বই, দিল্লি এবং লন্ডনে কিছুটা করে সময় কাটিয়েছেন। বিয়ের পর থেকেই তাঁর ওজন বাড়ার কারণে গুঞ্জন শোনা গিয়েছিল যে তিনি গর্ভবতী। তবে তখন পরিণীতি এই গুজবকে জোরালোভাবে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এবার সুখবর দিলেন দম্পতি। নায়িকা এবং রাঘব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে, তাঁরা তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন।
এই দম্পতি একটি ছোট্ট পায়ের ছবি শেয়ার করেছেন, যার ওপর লেখা ছিল “১+১=৩”। পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁদের দু’ জনকে প্রকৃতির মাঝে হাত ধরে হাঁটতে দেখা গেছে। ক্যাপশনে লেখা ছিল, “আমাদের ছোট্ট দুনিয়া … আসছে। সীমাহীন আশীর্বাদের জন্য কামনা রইল।”
এই খুশির খবর শেয়ার করতেই তাঁদের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছাবার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। সোনম কাপুর পরিণীতির পোস্টে মন্তব্য করে লেখেন, “অভিনন্দন ডার্লিং।” ভূমি পেডনেকর, হুমা কুরেশিও তাঁদের অভিনন্দন জানিয়েছেন। এদিকে, সদ্য কন্যাসন্তানের মা হওয়া কিয়ারা আদবানি পোস্টটি লাইক করেন। আরও অনেক সেলিব্রিটি ও অনুরাগী হৃদয়ের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান।
লক্ষণীয় এক সময়ে পরিণীতি বেশ কিছু হিট ছবির অংশ হয়েছেন। তবে বিয়ের পর থেকে একটা ওয়েব সিরিজ ছাড়া, তাঁকে সেরকম হিট সিনেমার অংশ হতে দেখা যায়নি আর। এবার মা হওয়ার জন্য কাজে কিছুটা বিরতি নিতেই হবে নায়িকাকে। তারপর আবার ছবি করবেন কিনা, সে কথাও জানতে চেয়েছেন তাঁর অনুরাগীরা।
