হাসপাতালের বিছানা থেকেই গান ধরলেন পবনদীপ, ভিডিয়ো ভাইরাল হতেই…
ইন্ডিয়ান আউডল ১২ থেকেই নজরে পড়েন গায়ক পবনদীপ। ছিনিয়ে নিয়েছিলেন সেবারের ইন্ডিয়ান আইডলের সেরার শিরোপা। তারপর থেকেই পবনদীপের কাছে আসতে থাকে নানা গান রেকর্ডিংয়ের অফার, সিনেমাতেও গান গাইছিলেন তিনি।

গত কয়েকদিন ধরেই পবনদীপ রাজনকে নিয়ে ঘুম উড়েছিল অনুরাগীদের। ভয়াবহ পথদুর্ঘটনা, মুহূর্তে ছড়িয়ে পড়েছিল খবর, ভাল নেই পবনদীপ। যদিও বর্তমানে সেই বিপদ অনেকটাই কেটে দিয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পবনদীপ। সে খবরও মিলেছে। তবে এবার যেন স্বস্তি ফিরল অনুরাগীদের মনে, কারণ হাসপাতালের বিছানায় বসেই গলা ছেড়ে গান ধরলেন তিনি, ‘যো ভেজিথি দুয়া…’। তাতেই মন ভরল সকলের। হাতে পায়ে স্পষ্ট ক্ষত, সুস্থ হতে যে সময় লাগবে তা তাঁকে দেখেই বোঝা যাচ্ছে। তবুও তাঁর গলায় গান শুনে মুগ্ধে অনুরাগীরা।
প্রাথমিকভাবে খবর মিলেছিল, পবনদীপের শরীরে বহু জায়গার হাড় ভেঙেছে। ক্ষতও রয়েছে। এই দুর্ঘটনার পরে প্রায় ৬ ঘণ্টা ধরে অপারেশন চলে তাঁর। চিকিৎসকদের কথায় অস্ত্রোপচার সফলও হয়েছে। এই মুহূর্তে পবনদীপ রয়েছেন আইসিইউতে ডাক্তারদের কড়া নজরে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন থেকে চারদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে। তারপর ফের অস্ত্রোপচার হবে তাঁর। স্বাভাবিকভাবেই গায়কের পরিবার ও অনুরাগীরা দুশ্চিন্তায় ছিলেন।এই পোস্টে আরও লেখা হয়, পরিবার, বন্ধুবান্ধব, অনুরাগীদের প্রার্থনা ও আশীর্বাদে পবনদীপ আগের থেকে অনেকটাই ভাল রয়েছেন। সবাইকে ধন্যবাদ।
গত সোমবার উত্তর প্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় পবনদীপ। হাইওয়েতে আচমকাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে পবনের গাড়ি। গায়কের সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর ড্রাইভার এবং বন্ধু অজয় মাহার।
View this post on Instagram
ইন্ডিয়ান আউডল ১২ থেকেই নজরে পড়েন গায়ক পবনদীপ। ছিনিয়ে নিয়েছিলেন সেবারের ইন্ডিয়ান আইডলের সেরার শিরোপা। তারপর থেকেই পবনদীপের কাছে আসতে থাকে নানা গান রেকর্ডিংয়ের অফার, সিনেমাতেও গান গাইছিলেন তিনি। উত্তরাখন্ডের ছেলে পবনদীপ, রাতারাতি তারকা হয়ে ওঠেন। বাংলার মেয়ে গায়িকা অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল, ইন্ডিয়ান আইডল শো চলার সময়। তবে প্রেম গুঞ্জন নিয়ে মুখ খোলেননি কেউ।
