AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সবাইকে ভরিয়ে দাও তুমি, কী অনুপম কী পরম’, পরমের সঙ্গে গান গেয়েই নিন্দার ঝড় পিয়ার জীবনে…

Piya-Param: স্বামী পরমব্রত চট্টোপাধ্যায়ের পাশে বসে একটি গান গেয়েছেন পিয়া চক্রবর্তী। সেই গানের ভিডিয়ো পোস্ট করার সঙ্গে-সঙ্গে ভয়ানকভাবে তা ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। অসংখ্য নেটিজ়েন কমেন্ট করতে শুরু করেছেন সেখানে। এই প্রাণভরা গানের ভিডিয়োতেও পিয়াকে তাড়া করে বেরিয়েছে তাঁর অতীত।

'সবাইকে ভরিয়ে দাও তুমি, কী অনুপম কী পরম', পরমের সঙ্গে গান গেয়েই নিন্দার ঝড় পিয়ার জীবনে...
পিয়া-পরম এবং অনুপম।
| Updated on: Jun 01, 2024 | 10:57 AM
Share

“আকাশ ভরা সূর্য-তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে, আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান…”- ধূসর রঙের টি শার্ট পড়ে স্বামী পরমব্রত চট্টোপাধ্যায়ের পাশে বসে এই গানটি গেয়ে চলেছিলেন গায়িকা-সমাজসেবী পিয়া চক্রবর্তী। পরমব্রতর গিটারে তখন সুরের মূর্ছনা। ভিডিয়োটি পোস্ট করেছেন পিয়া এবং পরমব্রত দু’জনেই। সঙ্গে মিষ্টি ক্যাপশনে লিখেছেন ‘হোমকামিং’, মানে বাড়ি ফেরা। একজন সফল সমাজসেবী হওয়ার পাশাপাশি পিয়া একজন গায়িকাও। শ্রোতারা শুনেওছেন তাঁর গান। মূলত রবীন্দ্রসঙ্গীত গাইতে ভালবাসেন পিয়া। পরমব্রতর পাশে বসে তাঁর এই গানের ভিডিয়ো পোস্ট করার সঙ্গে-সঙ্গে ভয়ানকভাবে তা ভাইরাল হয় নেট মাধ্যমে। অসংখ্য নেটিজ়েন কমেন্ট করতে শুরু করেন সেখানে। এই প্রাণভরা গানের ভিডিয়োতেও পিয়াকে তাড়া করে বেরিয়েছে তাঁর অতীত।

পরমরত চট্টোপাধ্যায়কে বিয়ে করা ঠিক আগে, সঙ্গীত পরিচালক অনুপম রায়কে বিয়ে করেছিলেন পিয়া চক্রবর্তী। অনুপমের কম্পোজিশনে তৈরি বহু গান ব্যবহৃত হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ছবিগুলিতে। এদিক থেকে দেখতে গেলে পরম এবং অনুপম দু’জনেই খুব ভাল বন্ধু ছিলেন। সেই বন্ধুর স্ত্রী পিয়ার সঙ্গে গুঞ্জন শুরু হয়েছিল পরমব্রতর। পরবর্তীতে পিয়া-অনুপমের সম্পর্ক ভাঙে, ডিভোর্স হয় তাঁদের। তারপর ২০২৩ সালের ২৭ নভেম্বর আইনি বিয়েটি সেরে ফেলেন পরম-পিয়া।

তারপর থেকেই ট্রোলিং সামাজিক মাধ্যমে। সাম্প্রতিক ভিডিয়োটিতেও ট্রোলিং পিছু ছাড়েনি। এক নেটিজ়েন লিখেছেন, “সবাইকে ভরিয়ে দাও তুমি, কী অনুপম কী পরম”। সেই নিন্দুক নেটিজ়েনের উত্তরে অন্য এক নেটিজ়েন লিখেছেন, “এটা আপনি দারুণ দিয়েছেন দাদা”। একজন ব্যক্তি আবার লিখেছেন, “এর পর কার সঙ্গে গান গাইবেন আপনি”। অন্য এক নেটিজ়েন লিখেছেন, “এরা পাগল হয়ে গেছে। কী করবেন বুঝতে পারছেন না।”

এত কটূক্তির মধ্যেও বহু মানুষ কিন্তু পিয়া-পরমব্রতর ভিডিয়োতে লাইক করেছেন। তাঁদের গানের এই যুগলবন্দি দেখে মন ভরে গিয়েছে অনেকেরই।