AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আইনে স্নাতক, রয়েছে স্টারকিড তকমাও, কিংবদন্তী নায়িকা নূতনের নাতনি যেন ঠাকুমারই প্রতিরূপ

ঠাকুমার নামের সঙ্গে নাম মিলিয়েই, নাম রাখা হয়েছে তাঁর। নেটিজেনদের মতে তাঁকে নাকি দেখতে পুরো কিংবদন্তী নায়িকা নূতনের মতোই। তিনি প্রনূতন।

| Updated on: Apr 06, 2021 | 5:03 PM
Share
ঠাকুমার নামের সঙ্গে নাম মিলিয়েই, নাম রাখা হয়েছে তাঁর। নেটিজেনদের মতে তাঁকে নাকি দেখতে পুরো কিংবদন্তী নায়িকা নূতনের মতোই। তিনি প্রনূতন।

ঠাকুমার নামের সঙ্গে নাম মিলিয়েই, নাম রাখা হয়েছে তাঁর। নেটিজেনদের মতে তাঁকে নাকি দেখতে পুরো কিংবদন্তী নায়িকা নূতনের মতোই। তিনি প্রনূতন।

1 / 6
জন্মেছেন স্টারকিড লিনিয়েজ নিয়েই। বাবা মণীশ বহেল নিজেও অভিনয়ের সঙ্গে যুক্ত বহুদিন।

জন্মেছেন স্টারকিড লিনিয়েজ নিয়েই। বাবা মণীশ বহেল নিজেও অভিনয়ের সঙ্গে যুক্ত বহুদিন।

2 / 6
মুম্বইয়ে ১৯৯৩ সালে জন্ম নেন প্রনূতন। রয়েছে আইনের ডিগ্রীও।

মুম্বইয়ে ১৯৯৩ সালে জন্ম নেন প্রনূতন। রয়েছে আইনের ডিগ্রীও।

3 / 6
খুব শীঘ্রই বলি ডেবিউ হতে চলেছে তাঁর। ছবির নাম 'হেলমেট'।

খুব শীঘ্রই বলি ডেবিউ হতে চলেছে তাঁর। ছবির নাম 'হেলমেট'।

4 / 6
বিপরীতে রয়েছেন অপারশক্তি খুরানা। নায়ক হিসেবে এটিই তাঁর প্রথম ছবি।

বিপরীতে রয়েছেন অপারশক্তি খুরানা। নায়ক হিসেবে এটিই তাঁর প্রথম ছবি।

5 / 6
ইনস্টাগ্রামেও ভীষণ সক্রিয় প্রনূতন। আপলোড করেন ছবি। বলিউডে স্বজনপোষণ বিতর্কের মাঝেই আপাতত প্রনূতনের বলি ডেবিউয়ের অপেক্ষায় সিনেপ্রেমীরা।

ইনস্টাগ্রামেও ভীষণ সক্রিয় প্রনূতন। আপলোড করেন ছবি। বলিউডে স্বজনপোষণ বিতর্কের মাঝেই আপাতত প্রনূতনের বলি ডেবিউয়ের অপেক্ষায় সিনেপ্রেমীরা।

6 / 6