Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একই বছরে সঞ্জয় দত্ত ও আমির খানকে গোপনে বিয়ে প্রীতি জিনতার! জানাজানি হতেই নায়িকা যা করলেন ভাবাই যায় না

তিনি বলিউডের বাবলি গার্ল। তাঁর গালের টোলেই একসময় কাত ছিল পুরুষের দল। জিয়া জ্বালালেও, তিনি বলিউডের প্রিটি উইম্যান, প্রীতি জিনতা। এখন তিনি বিদেশি স্বামী মিস্টার গুডএনাফের সংসারে একেবারে রানি হয়ে রয়েছেন। কিন্তু জানেন কি বহু বছর আগে একই বছরে আমির খান ও সঞ্জয় দত্তকে গোপনে বিয়ে করেছিলেন প্রীতি!

একই বছরে সঞ্জয় দত্ত ও আমির খানকে গোপনে বিয়ে প্রীতি জিনতার! জানাজানি হতেই নায়িকা যা করলেন ভাবাই যায় না
Follow Us:
| Updated on: Mar 12, 2025 | 6:34 PM

তিনি বলিউডের বাবলি গার্ল। তাঁর গালের টোলেই একসময় কাত ছিল পুরুষের দল। জিয়া জ্বালালেও, তিনি বলিউডের প্রিটি উইম্যান, প্রীতি জিনতা। এখন তিনি বিদেশি স্বামী মিস্টার গুডএনাফের সংসারে একেবারে রানি হয়ে রয়েছেন। কিন্তু জানেন কি বহু বছর আগে আমির খান ও সঞ্জয় দত্তকে গোপনে বিয়ে করেছিলেন প্রীতি! হ্যাঁ, এমনটাই রটেছিল ২০০১ সালে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বেশ কয়েকবছর আগে সিমি গেরেওয়ালকে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রীতি জিনতা বলেছিলেন, সবে তখন আমিরের সঙ্গে ‘দিল চাহাতা হ্যায়’ মুক্তি পায়। দর্শক আমার আর আমিরের জুটির প্রশংসাও শুরু করেছে। সেই সময়ই সঞ্জয় দত্তর সঙ্গে একটা ম্য়াগাজিনের জন্য ফটোশুট করি। সেটাও প্রশংসা পায়। সব ভালো চলছিল। হঠাৎই নানা গসিপ ম্যাগাজিনে ফাঁস হল, আমি নাকি গোপনে আমির খানকে বিয়ে করেছি! আমি তো গোটা বিষয়টা জেনে অবাক। তবে আমি এসব নিয়ে মুখ খুলিনি প্রকাশ্যে। পাত্তাও দিইনি। আমির আমার খুব ভালো বন্ধু। ওর সঙ্গে এরকম নাম জড়াতে খুব কষ্ট পেয়েছিলাম। পরে আমিরই আমাকে বুঝিয়ে ছিল, এসব গসিপ, পাত্তা দিতে নেই।

তবে এরপরে প্রীতি আর যা বলেন, তা আরও বিস্ফোরক। প্রীতি কথায়, শুধু আমির নয়। এই একই বছরে আবার রটে যায়, আমি নাকি সঞ্জয় দত্তকেও গোপনে বিয়ে করেছি। সঞ্জয় আমার ফ্য়ামিলি ফ্রেন্ড। একেবারে আমার দাদার মতোই। ওকে নিয়ে এরকম রটায় আমি খুবই দুঃখ পেয়েছিলাম। পরে অবশ্য আমার ম্যানেজার এসবহ গসিপ আটকানোর জন্য এক বিবৃতিও দিয়েছিল সংবাদমাধ্যমে। সত্য়িই এধরনের গসিপে সাধারণ মানুষ মজা পেলেও, আমাদের জীবন কঠিন হয়ে যায়।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন যুবক জেনে গুডএনাফকে বিয়ে করেন প্রীতি করেন। বেশিরভাগ সময় লস অ্যাঞ্জেলেসেই থাকেন প্রীতি জিনতা।