করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা ভট্টাচার্য
প্রিয়ঙ্কার অসুস্থতার খবর পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাঁরা আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থরা।
![করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা ভট্টাচার্য করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা ভট্টাচার্য](https://images.tv9bangla.com/wp-content/uploads/2021/05/Priyanka-Bhattacharya.jpg?w=1280)
করোনা (Covid 19) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী (Actress) প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharjee)। আক্রান্ত অভিনেত্রী মা-বাবাও। কিন্তু তাঁরা বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। প্রিয়াঙ্কার ভাইরাস লোড বেশি থাকায় গত ১৫জুন তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
প্রিয়াঙ্কার বন্ধু অরিত্র দাস বললেন, “চিকিৎসা চলছে প্রিয়াঙ্কার। প্রথম থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের খুব সাহায্য পেয়েছি। ওর অত্যন্ত কাশি হচ্ছিল। ভাইরাস লোডও বেশি। সে কারণেই ভর্তি করাতে হল। আমার সঙ্গে দু-একবার ফোনে কথা হয়েছে। বাকি খবর তো হাসপাতাল থেকেই নিতে হচ্ছে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুক, এটাই চাইছি এখন।”
View this post on Instagram
প্রিয়ঙ্কার অসুস্থতার খবর পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাঁরা আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থরা। কয়েকদিন আগেই জন্মদিন কাটিয়েছেন অভিনেত্রী। করোনা পরিস্থিতিতে সকলের মতোই আতঙ্কিত ছিলেন তিনিও। সে কারণেই বাড়িতেই সেলিব্রেট করেছিলেন। ‘হইচই’ ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মে ‘মারাদোনার জুতো’-র পর নতুন কোনও কাজ শুরু করতে চাননি তিনি। বরং পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলেন। জন্মদিনের দিন প্রিয়াঙ্কা বলেন, “বাবা অ্যাজমার পেশেন্ট। বাবা-মায়ের জন্যই এখন বাড়ি থেকে বেরিয়ে শুটিং করতে চাইছি না। একটা ওয়েব সিরিজের কথা হয়ে রয়েছে ৯০ শতাংশ ডান। কিন্তু মাস খানেক পরে শুটিং করব।” ঠিক তারপরই বাবা-মা সহ করোনায় আক্রান্ত হন অভিনেত্রী।
‘আমাদের বাড়ি’ ধারাবাহিকেই প্রথম অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। এরপর একে একে ‘বেহুলা’, ‘বিসর্জন’, ‘মা’, ‘সতী’, ‘তুমি আসবে বলে’, ‘অগ্নিজল’, ‘সীমারেখা’র মতো ধারাবাহিকে অভিনয়। ধারাবাহিক ছাড়াও ‘হোলি ফাক’ বা ‘ব্যোমকেশ’-এর মতো ওয়েব সিরিজেও কাজ করেছেন। আপাতত প্রিয়াঙ্কা সুস্থ হয়ে বাড়ি ফিরুন, এটাই চাইছেন সকলে।
আরও পড়ুন, একসঙ্গে রাহুল বৈদ্য-রেশমি দেশাই, নতুন সম্পর্কের ইঙ্গিত?
![৯৯ শতাংশই জানেন না, আইফেল টাওয়ারে আছে এক গোপন কুঠুরি! কী হয় সেখানে? ৯৯ শতাংশই জানেন না, আইফেল টাওয়ারে আছে এক গোপন কুঠুরি! কী হয় সেখানে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Train-1.jpg?w=670&ar=16:9)
![ট্রেনে কত লিটার অবধি মদ নিয়ে যেতে পারেন জানেন? ট্রেনে কত লিটার অবধি মদ নিয়ে যেতে পারেন জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Train.jpg?w=670&ar=16:9)
![এই খাবার খেলেই বুড়ো বয়সেও বজায় থাকবে যৌবন এই খাবার খেলেই বুড়ো বয়সেও বজায় থাকবে যৌবন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Men-Fertility.jpg?w=670&ar=16:9)
![গায়ে শ্বেতী থাকলে চাকরি পাবেন না সেনাবাহিনীতে! কেন জানেন? গায়ে শ্বেতী থাকলে চাকরি পাবেন না সেনাবাহিনীতে! কেন জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Untitled-design-5.jpg?w=670&ar=16:9)
![লবনের অলৌকিক গুণে ঘুচবে অর্থকষ্ট, মানুন ছোট্ট উপায় লবনের অলৌকিক গুণে ঘুচবে অর্থকষ্ট, মানুন ছোট্ট উপায়](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Vastu-Tips-salt-remedies-for-wealth.jpg?w=670&ar=16:9)
![HMP ভাইরাস আসলে ৪০০ বছরের পুরনো? কী ভাবে তা সংক্রমিত হল মানুষের মধ্যে? HMP ভাইরাস আসলে ৪০০ বছরের পুরনো? কী ভাবে তা সংক্রমিত হল মানুষের মধ্যে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Untitled-design-1-3.jpg?w=670&ar=16:9)