রাহা কাপুর। কাপুর পরিবারের বর্তমানে সব থেকে বড় আকর্ষণ। ছোট্ট রাহা একেবারে রাজ কাপুরের মতো দেখতে। তাকে নিয়ে টানা এক বছর ছিল নানা জল্পনা তুঙ্গে। মুখ দেখেনি কেউ একটা বছর। আলিয়া রণবীর পাপারাৎজিদের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিয়েছিলেন রাহার। কিন্তু অনুরোধ করেছিলেন, রাহার কোনও ছবি যেন বাইরে না আসে। টানা একবছর ধরে সেই কথা রেখেছিলেন পাপারাৎজিরা। অবশেষে অপেক্ষার ইতি হয় ২০২৩ সালে বড়দিনে। সেদিন এই জুটি রাহার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেয়। তবে থেকেই রাহাকে নিয়ে স্রবত্র চর্চা তুঙ্গে। রাহার একটি ক্লিপিং-এর জন্য মরিয়া থাকেন ভক্তরা।
এবার আম্বানি পরিবারের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় আরও একবার প্রকাশ্যে এল আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যা রাহা কাপুর। দেখা দেল অনন্ত আম্বানি তার সঙ্গে কথা বলার চেষ্টাও করছে। মায়ের সঙ্গে ম্যাচিং করে পোশাক পরতে এদিন দেখা যায় তাকে। রাত পোহাতেই জামনগর ছাড়েন জুটি। ফেরার পথে চোখে ঘুম রাহার। সে কিছু একটা বলতে চাইছে। যা পাপারাৎজিদের অনুমান ‘আলু’। অর্থাৎ একশ্রেণির স্পষ্ট মন্তব্য আলিয়াকে আলু আলু বলে ডাকছে ছোট্ট রাহা। যদিও তা কতটা সত্যি তা স্পষ্ট নয়। কারণ পাপারাৎজিদের সঙ্গে রাহার দূরত্ব ছিল অনেকটাই। তার ওপর রাহাকে দেখে প্রায় ঘুমন্তই লাগছিল। ফলে সত্যি রাহা এই নামে ডাকছিল, না শিশু মনে অন্য কথা বলছিল, তা নিশ্চিত করা বলা বেজায় কঠিন। যদিও নেটপাড়ার দাবি আলু বলেই নাকি আলিয়াকে ডাকছে ইদানিং রাহা।