AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মুগ্ধা ভেবেছিল আমি ওর ভাল ব্যবহারের সুযোগ নিচ্ছি’, বিস্ফোরক রাহুল

ধীরে ধীরে রাহুলকে নাকি বুঝতে শুরু করেন মুগ্ধা। তাঁদের বন্ধুত্ব বাড়ে। তারপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। গত সাত বছর ধরে সফল দাম্পত্য সম্পর্কের মূলে সেই বন্ধুত্বই!

‘মুগ্ধা ভেবেছিল আমি ওর ভাল ব্যবহারের সুযোগ নিচ্ছি’, বিস্ফোরক রাহুল
মুগ্ধা এবং রাহুল।
| Updated on: Mar 29, 2021 | 1:29 PM
Share

২০ বছরের কেরিয়ার তাঁর। প্রথমে মডেলিং। পরে অভিনয়। খলনায়কের চরিত্রে বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি। অর্থাৎ রাহুল দেব (Rahul Dev)। সাত বছর আগে পেশায় মডেল মুগ্ধা গডসের (mugdha godse) সঙ্গে বিয়ে হয়েছিল রাহুলের। সুখী দাম্পত্য কাটাচ্ছেন। কিন্তু মুগ্ধার সঙ্গে আলাপের শুরুটা নাকি এতটা মজার ছিল না। বরং তিনি যেমন পর্দায় নেগেটিভ রোল করেন, প্রথম আলাপের পর মুগ্ধাও তাঁকে নাকি তেমন নেগেটিভই ভেবেছিলেন! সদ্য এক সাক্ষাৎকারে নিজেদের বিয়ের এই মজার ঘটনা শেয়ার করেছেন রাহুল।

সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, তাঁর এক বন্ধুর বিয়েতে মুগ্ধার সঙ্গে প্রথম দেখা হয়। জয়পুরে সেই বন্ধুর প্রি-ওয়েডিং ফেস্টিভ্যাল থেকে বিয়ে পরবর্তী মজলিশ পর্যন্ত হাজির ছিলেন তাঁরা। সেখানে খুব একটা পরিচিত কেউ ছিলেন না। মুগ্ধার সঙ্গে সেখানেই আলাপ। ওই কয়েকদিনের মধ্যেই তাঁর দিক থেকে নাকি প্রেমের প্রস্তাবও চলে গিয়েছিল। প্রাথমিক ভাবে সেই প্রস্তাবে খুশি হননি মুগ্ধা। এমনকি রাহুলের প্রতি নাকি নেগেটিভ মনোভাবও তৈরি হয়েছিল তাঁর!

আরও পড়ুন, বাড়িতে থেকে হোলি সেলিব্রেট করার বার্তা প্রিয়াঙ্কা চোপড়ার

রাহুলের কথায়, “ওর সঙ্গে খুব কথা বলেছিলাম ওই কটা দিন। আর ও ভেবেছিল, ও ভাল ব্যবহার করেছে বলে আমি তার সুযোগ নিচ্ছি। আমার অন্য উদ্দেশ্য রয়েছে। আমি আসলে খুব স্ট্রেট ফরোয়ার্ড। আমার আগেও গার্লফ্রেন্ড ছিল। তার সঙ্গে ডেট করতাম। মডেলিং করতে গিয়েও বহু মেয়ের সঙ্গে আলাপ হয়। ফলে অন্য কোনও উদ্দেশ্যে মুগ্ধার সঙ্গে কথা বলিনি।”

ধীরে ধীরে রাহুলকে নাকি বুঝতে শুরু করেন মুগ্ধা। তাঁদের বন্ধুত্ব বাড়ে। তারপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। গত সাত বছর ধরে সফল দাম্পত্য সম্পর্কের মূলে সেই বন্ধুত্বই!