পদ থেকে সরছেন রাজ! মুখ্যমন্ত্রী রাজি হলেন? মুখ খুললেন পরিচালক
Raj Chakraborty: এত বড় পদ, কেন হঠাৎ তা ছাড়ার সিদ্ধান্ত রাজের? সে প্রশ্নের উত্তর জানতেই টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিলেন রাজের সঙ্গে। তিনি বলেন, "পাঁচ বছর এই দায়িত্বে ছিলাম। আমার মনে হয় এ বার দায়িত্ব অন্য কারও পাওয়া উচিৎ। দিদি অবশেষে রাজি হয়েছেন। সরে যাওয়ার কারণ হিসেবে আমি যা বলেছিলাম তা ওঁর যুক্তিগ্রাহ্য মনে হয়েছে।"

বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তীর জীবনে বড় খবর। ২০২৩-এ এক আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই আবেদন তখন মঞ্জুর হয়নি। তবে ২০২৪-এ পূর্ণ হয়েছে তাঁর মনের ইচ্ছে। অবশেষে তাঁর আবেদন মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী। কী সেই আবেদন? গত পাঁচ ধরে কিফ অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চেয়ারপার্সনের দায়িত্ব সামলেছেন রাজ। তবে আর সেই দায়িত্ব নিতে চান না তিনি। চান চেয়ারম্যানের পদে অন্য কেউ আসুন। তাঁর সেই অনুরোধই রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে।
এত বড় পদ, কেন হঠাৎ তা ছাড়ার সিদ্ধান্ত রাজের? সে প্রশ্নের উত্তর জানতেই টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিলেন রাজের সঙ্গে। তিনি বলেন, “পাঁচ বছর এই দায়িত্বে ছিলাম। আমার মনে হয় এ বার দায়িত্ব অন্য কারও পাওয়া উচিৎ। দিদি অবশেষে রাজি হয়েছেন। সরে যাওয়ার কারণ হিসেবে আমি যা বলেছিলাম তা ওঁর যুক্তিগ্রাহ্য মনে হয়েছে।”
রাজ যোগ করেন, “তা ছাড়া এতগুলো দায়িত্ব, সামনে ছবির রিলিজ, প্রযোজনা..রাজনৈতিক নানা কর্মসূচী… এই সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসবের দায়িত্ব এবার অন্য কাউকে দেওয়া হোক।” চেয়ারপার্সন পদ থেকে সরে যাচ্ছেন মানে এই নয় যে কিফের সঙ্গেও যোগ ছিন্ন হচ্ছে তাঁর। রাজের সাফ উত্তর, “কিফের সঙ্গে অবশ্যই আছি। শুধু পদটাতে আর নেই।” কে হচ্ছেন নতুন চেয়ারপার্সন? শোনা যাচ্ছে পরিচালক গৌতম ঘোষের কাছে যেতে পারে দায়িত্ব। সে নিয়ে প্রশ্ন করতেই ব্যারাকপুরের বিধায়ক বলেন, “এখনও কিছু ঠিক হয়নি, গৌতমদা হতে পারেন। তবে যেই হন না কেন তিনি আগামী দিনে খুব ভাল কাজ করবেন বলে আমার বিশ্বাস। তাঁর জন্য আমার অনেক শুভেচ্ছা।”
