প্রাণনাশের হুমকির পর আরও এক অঘটন, শুটিং ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরলেন রাজপাল

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Jan 24, 2025 | 4:32 PM

সইফ আলি খানের উপর আক্রমণ হওয়ার পর এমনিতেই আতঙ্কে রয়েছে গোটা বলিউড। এর মাঝেই প্রাণনাশের হুমকি পেয়েছেন রাজপাল যাদব। ইমেল মারফত হুমকি দেওয়া হয় তাঁকে। শোনা যাচ্ছে, পাকিস্তান থেকে এসেছে সেই হুমকি।

প্রাণনাশের হুমকির পর আরও এক অঘটন, শুটিং ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরলেন রাজপাল

Follow Us

সইফ আলি খানের উপর আক্রমণ হওয়ার পর এমনিতেই আতঙ্কে রয়েছে গোটা বলিউড। এর মাঝেই প্রাণনাশের হুমকি পেয়েছেন রাজপাল যাদব। ইমেল মারফত হুমকি দেওয়া হয় তাঁকে। শোনা যাচ্ছে, পাকিস্তান থেকে এসেছে সেই হুমকি। এর মধ্যেই বড় অঘটন রাজপালেন জীবনে। এর মধ্য়েই জীবনে যে এত বড় পরিবর্তন আসবে সে কথা ভাবেননি অভিনেতা। শুক্রবার, ২৪ জানুয়ারি বাবাকে হারালেন অভিনেতা। গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন রাজপালের বাবা নৌরঙ্গ যাদব। দিল্লির এমস হাসপাতালে। তখন অবশ্য থাইল্যান্ডের পটায়ায় ছিলেন রাজপাল। শুটিং করছিলেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি দিল্লিতে আসেন অভিনেতা। এখনও রাজপালের তরফে কোনও বিবৃতি মেলেনি।

উল্লেখ্য, ২০১৮ সালে বাবার সঙ্গে সমাজমাধ্যমের পাতায় একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। সেখানে তিনি লেখেন, “আমার বাবাই আমার জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমার উপর তোমার বিশ্বাস না থাকলে, আমি আজ এই জায়গায় পৌঁছতে পারতাম না। আমার বাবা হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। খুব ভালবাসি তোমাকে।” সেই পোস্টই স্পষ্ট করে রাজপালের সঙ্গে তাঁর বাবার ঠিক কেমন সম্পর্ক ছিল।

Next Article