জয়াপ্রদার সঙ্গে গানের দৃশ্য শ্যুটের জন্য গাড়ি বন্ধক রেখেছিলেন রাকেশ রোশন!
জয়াপ্রদার সঙ্গে গানের দৃশ্য ভাল করে উটির লোকেশনে শ্যুট করতে হলে পয়সা দরকার ছিল , যেটা সেই সময় প্রযোজক রাকেশ রোশনের কাছে ছিলনা। এর পরই নিজের গাড়ি বিক্রির পরিকল্পনা করেছিলেন প্রযোজক অভিনেতা রাকেশ রোশন।

সিনেমা তৈরি এমন এক শিল্প, যা প্রায় নেশার মত। এমনই এক কাহিনি উঠে শোনা যায় বলিউড থেকে। যেখানে ছবির একটি গান তৈরির জন্য নিজের গাড়ি বন্ধক রেখেছিলেন পরিচালক অভিনেতা রাকেশ রোশন। আশির দশকে একটি ছবি ‘কামচোর’ সুপারহিট হয়েছিল, সঙ্গে বহুল চর্চিত হয়েছিলএই ছবির গান। এই ছবির পরিচালনা করেছিলেন কে বিশ্বনাথ। ‘কামচোর’ পরিচালকের তেলগু ছবি ‘সুভোদায়ম’ এর হিন্দি রিমেক ছিল। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রাকেশ রোশন ও জয়াপ্রদা, তনুজা, সুজিত কুমার, সুরেশ ওবেরয়, শ্রীরাম লাগু প্রমুখ। এই ছবির সুরকার রাকেশ রোশন।
এই সিনেমার একটি গানের রেকর্ডিং এ পৌঁছে কিশোর কুমার ও লতা মঙ্গেশকর দুজনেই বলেছিলেন বিশেষ এই গানটি জনপ্রিয় হতে চলেছে। রাকেশ রোশন নিজেও বুঝেছিলেন গানটি সুপারহিট হবে। তবে এই গানটি ভালকরে উটির লোকেশনে শ্যুট করতে হলে পয়সা দরকার ছিল , যেটা সেই সময় প্রযোজক রাকেশ রোশনের কাছে ছিলনা। এর পরই তিনি ঠিক করেন এই ছবির গানটি শ্যুট এর জন্য তিনি তাঁর প্রিয় গাড়িটি বিক্রি করে দেবেন। সেই মত বিক্রেতাও ঠিক করে ফেলেন। তবে সেনেমা তৈরি নিয়ে তিনি কার্পণ্য করবেন না। তখন রাকেশ রোশনের এক বন্ধুর পরামর্শে গাড়ি বিক্রি না করে বন্ধক রাখে এবং সেই টাকা নিয়ে উটিতে সেই গানের শ্যুট হয়। এর পরবর্তি সময়ে সেই গান বলিউডের জনপ্রিয় গানের মধ্যে কাল্ট হয়ে যায়। সেই গানটি হল ‘ তুঝ সাঙ্গ প্রিত লাগাই সাজনা….’। এই দানের দৃশ্যায়নে দেখ যায় অভিনেতা রাকেশ রোশন ও অভিনেত্রী জয়াপ্রদাকে। আজও হিন্দি ছবির দর্শকদের কাছে এই গানটি জনপ্রিয়। যেমন তার সুর তেমনই হৃদয় ছোঁয়া তার কথা।
