AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চলুন কাশ্মীর! বুরখা পরে তৈরি রাখি, জনগণকে দিলেন বিশেষ বার্তা

বৈসরনের হত্যালীলার তীব্র নিন্দা করছে গোটা দুনিয়া। এরই মাঝে সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন রাখি সাওয়ান্ত। এই ঘটনার পরে যেভাবে কাশ্মীরে পর্যটনশিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়েও দুঃখপ্রকাশ করেছেন রাখি।

চলুন কাশ্মীর! বুরখা পরে তৈরি রাখি, জনগণকে দিলেন বিশেষ বার্তা
| Updated on: Apr 28, 2025 | 1:22 PM
Share

পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে তটস্থ গোটা দেশ। বৈসরনের হত্যালীলার তীব্র নিন্দা করছে গোটা দুনিয়া। এরই মাঝে সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন রাখি সাওয়ান্ত। এই ঘটনার পরে যেভাবে কাশ্মীরে পর্যটনশিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়েও দুঃখপ্রকাশ করেছেন রাখি।

রাখি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো আপলোড করছেন, যেখানে তাঁকে দেখা গিয়েছে বুরখা পরে রয়েছেন। ভিডিয়োতে রাখি জানালেন, আমরা সবাই এক। ভারত থেকে হিন্দু-মুসলমানদের কেউ বের করে দিতে পারবে না। ভারত হিন্দুদের জন্য যতটা, মুসলমানদের জন্যও ততটাই। সরকারকে অনুরোধ, বিচক্ষণের মতো আচরণ করুন। একে অপরকে খুন করে লাভ নেই।

এখানেই থামলেন না রাখি। দেশের প্রত্যেকটি জনগণকে বললেন, চলুন কাশ্মীর। পুরো বলিউড আপনাদের সঙ্গে যাবে।

২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন ভ্য়ালিতে জঙ্গি হামলা নিয়ে শোকস্তব্ধ গোটা দেশ। নিন্দার ঝড় গোটা দুনিয়ায়। সরকারের পক্ষ থেকে ভারতে থাকা পাক নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। এর ফলে ফাঁপড়ে পড়েছেন সীমা হায়দার। যিনি ২০২৩ সালে বেআইনি পথে পাকিস্তান থেকে ভারতে এসে ভারতীয় এক যুবকে বিয়ে করেন। এই সীমা হায়দারের পক্ষ নিয়েই কেন্দ্রীয় সরকারকে কাতর আর্জি করলেন রাখি।

সম্প্রতি রাখি সাওয়ান্ত তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে তিনি জানান, সীমা হায়দার তো ভারতের বউমা, ওকে এদেশে থাকতে দিন। ওকে পাকিস্তানে দয়া করে পাঠাবেন না। নারীর উপর একটু দয়া করুন। এতে অন্যান্য দেশের কাছে ভারতের সম্মান বাড়বে।