AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একেবারে তৈরি রণবীর-আলিয়ার স্বপ্নের বাংলো, কেমন দেখতে? কত দাম?

যেমনটা স্বপ্ন, তেমনটাই হল পূর্ণ। প্রায় দুবছর ধরে কাজ চলার পর অবশেষে তৈরি ৬ তলার বিলাসবহুল বহুতল। আর সেই বাংলোরই ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

একেবারে তৈরি রণবীর-আলিয়ার স্বপ্নের বাংলো, কেমন দেখতে? কত দাম?
| Updated on: Aug 24, 2025 | 1:42 PM
Share

বহুদিন ধরেই তৈরি হচ্ছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাংলো। মেয়ে রাহার জন্মের পর থেকেই রণবীর ও আলিয়া ঠিক করে ফেলেছিলেন, তাঁদের রাজকন্যাকে বিলাসবহুল বাংলো উপহার দেবেন। যেমনটা স্বপ্ন, তেমনটাই হল পূর্ণ। প্রায় দুবছর ধরে কাজ চলার পর অবশেষে তৈরি ৬ তলার বিলাসবহুল বহুতল। আর সেই বাংলোরই ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

জানা গিয়েছে, রণবীর ও আলিয়ার এই বাংলো যে জমির উপর তৈরি হয়েছে, তা এক সময় ছিল রাজ কাপুর ও তাঁর স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের। পরে সেটি পান রণবীরের পিতা ঋষি কাপুর এবং মা নীতু কাপুর। ঋষি কাপুরই এই জমি দিয়ে যান তাঁর একমাত্র পুত্র রণবীরকে। আর রণবীর ও আলিয়া সেই জমির উপরই বিলাসবহুল বাংলো তৈরি করে, সেটি মেয়ে রাহার নামে করে দিলেন।

তথ্য বলছে, এই ৬ তলার বাংলো তৈরি করতে লেগেছে ২৫০ কোটি টাকা। যার প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে ঝুলন্ত বাগানবারান্দা। একদম টপ ফ্লোরে রয়েছে সুইমিং পুল। ছাদ থেকে স্পষ্ট দেখা যায় আরব সাগর। প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে প্রায় ১০ টি করে বড় আকারের রুম। ইন্টেরিয়ারে রয়েছে সাবেকি ছাপ। জানা গিয়েছে, একটা ফ্লোরে রণবীর তৈরি করেছেন ছোট্ট সিনেমা হল। আর একটি ফ্লোর পুরোটাই রাহার জন্য। সূত্রের খবর, আগামী দিওয়ালিতেই রণবীর, আলিয়া ও ছোট্ট রাহা গৃহপ্রবেশ করবেন তাঁদের এই নতুন বিলাসবহুল বাংলোতে।