AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দাদুর স্টুডিওকে সঙ্গে নিয়ে এবার পরিচালকের আসনে রণবীর কাপুর, জানেন তাঁর ছবির নায়িকা কে?

কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, খুব শীঘ্রই নিজের ছবির কাজ শুরু করতে চলেছেন রণবীর। তবে চমক এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, রাজ কাপুরের হাতে তৈরি আরকে ফিল্মস স্টুডিওকে ফের জীবন্ত করতে চলেছেন অভিনেতা। আর এই ব্যানারেই নিজের প্রথম পরিচালিত ছবি নিয়ে আসবেন নায়ক। তবে এই খবরও শেষ বড় চমক নয়। চমকে রয়েছে রণবীরের ছবির কাস্টিংয়েও।

দাদুর স্টুডিওকে সঙ্গে নিয়ে এবার পরিচালকের আসনে রণবীর কাপুর, জানেন তাঁর ছবির নায়িকা কে?
| Updated on: Nov 01, 2025 | 3:29 PM
Share

একেই বলে রক্তের পরিচয়। কাপুর বংশের ছেলেরা যে অভিনয়ের সঙ্গে সিনেমার পরিচালনা করবে, সেটাই ভবিতব্য। ঠিক এমনটি করেছিলেন রাজ কাপুর, শশী কাপুর, রণধীর, ঋষি, রাজীবরা। আর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন রণবীর কাপুর। হ্যাঁ, কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, খুব শীঘ্রই নিজের ছবির কাজ শুরু করতে চলেছেন রণবীর। তবে চমক এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, রাজ কাপুরের হাতে তৈরি আরকে ফিল্মস স্টুডিওকে ফের জীবন্ত করতে চলেছেন অভিনেতা। আর এই ব্যানারেই নিজের প্রথম পরিচালিত ছবি নিয়ে আসবেন নায়ক। তবে এই খবরও শেষ বড় চমক নয়। চমকে রয়েছে রণবীরের ছবির কাস্টিংয়েও।

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আরকে ফিল্মসের অবদান প্রচুর। বলা ভাল ভারতীয় ছবিতে আধুনিক রূপ দেওয়ার নেপথ্যের কারিগর ছিল আরকে স্টুডিও এবং রাজ কাপুর। আওয়ারা, শ্রী ৪২০, বরসাত, জি দেশ মে গঙ্গা বহেতি হ্যায়, রাম তেরি গঙ্গা মেয়লি, হেনা, প্রেমগন্থ-এর মতো কালজয়ী ছবি উপহার দিয়েছে আরকে স্টুডিও। ১৯৯৯ সালে মুক্তি প্রাপ্ত ঐশ্বর্য রাই বচ্চন ও অক্ষয় খান্না অভিনীত ‘আ অব লট চলে’। ছবিটি পরিচালনা করেছিলেন ঋষি কাপুর। সেটাই ছিল আরকে স্টুডিওর ব্যানারে তৈরি শেষ ছবি। এরপর ২০১৭ সালে আচমকা আগুন লাগে স্টুডিওতে। প্রায় ভস্মিভূত হয় স্টুডিওর গুরুত্বপূর্ণ এলাকা। এবার মেরামত করেই সেই স্টুডিও খুলতে চলেছেন রণবীর কাপুর।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই নিজের ছবির চিত্রনাট্য লিখে ফেলেছেন রণবীর। জানা গিয়েছে, এই ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে। সঙ্গে দেখা যাবে পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে। তবে ছবির নায়ক রণবীর নিজেই হবেন নাকি অন্য কেউ, তা এখনও স্পষ্ট নয়।