‘গরুর মাংস, সঙ্গে মদ্যপান’, KRK-র নিশানায় এবার পর্দার ‘রাম’ রণবীর
বয়কট কালচারকে বুড়ো আঙুল দেখিয়ে বলিউডের বক্স অফিস দখলে রেখেছেন রণবীর কাপুর। 'ব্রহ্মাস্ত্র' ছবির সময়ে রণবীর কাপুর আর আলিয়া ভাটকে বয়কটের চেষ্টা করেছিলেন অনেকে। তাতে কোনও লাভ হয়নি। আবার রণবীর অভিনীত 'অ্যানিম্যাল' নিয়ে অনেক জলঘোলা হয়েছে। তবে বছরের সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি সেটা।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর প্রথম ঝলক এলো। বলিউডে অন্যতম বড় বাজেটের ছবি এটা। ৮৩৫ কোটি টাকায় তৈরি এই ছবির প্রথম অংশ মুক্তি পাবে এই বছর। দিওয়ালিতে দেখা যাবে রামায়ণের ঝলক, সেটা ঘোষণা করে দেওয়া হয়েছে। এই ছবির শুটিং হয়েছে গ্রিন স্ক্রিনে। ভিএফএক্সের কাজ ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছবির প্রথম অংশের শেষ হওয়ার মুহূর্তে কেক কেটে সেলিব্রেট করেন রণবীর কাপুর আর রবি দুবে। দেখা যায় রণবীর কাপুরের চোখে জল।
এই ছবি ঘোষণার পর থেকেই এই বিষয়ে অনেক জল্পনা চলেছে যে রণবীর কেমন রাম হবেন। তবে প্রথম ঝলকে তিনি বুঝিয়ে দিয়েছেন, রণবীর আর রাম প্রায় সমার্থক করে তোলার চেষ্টা করবেন তিনি অভিনয় দক্ষতায়। কিন্তু এর মধ্যে রণবীরের কড়া সমালোচনা করতে শুরু করেছেন কেআরকে। কেআরকে টুইটারে লিখেছেন, রণবীর গরুর মাংস খান। রণবীর নিয়মিত মদ্যপান করেন। রণবীর অনেক সময়ে নেশায় ডুবে থাকেন। তাই যাঁর ব্যক্তিগত জীবন এরকম, তিনি কত ভালো রাম হতে পারবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেআরকে।
তবে বয়কট কালচারকে বুড়ো আঙুল দেখিয়ে বলিউডের বক্স অফিস দখলে রেখেছেন রণবীর কাপুর। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সময়ে রণবীর কাপুর আর আলিয়া ভাটকে বয়কটের চেষ্টা করেছিলেন অনেকে। তাতে কোনও লাভ হয়নি। আবার রণবীর অভিনীত ‘অ্যানিম্যাল’ নিয়ে অনেক জলঘোলা হয়েছে। তবে বছরের সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি সেটা। তাই রামায়ণের রাম রণবীর হলেও, বক্স অফিসে যে ঝড় উঠবে, সেটা বুঝতে অসুবিধা হয় না, প্রথম ঝলক সামনে আসার পর।
