AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোপনে অক্ষয়ের সঙ্গে বাগদান? অবশেষে মুখ খুললেন রবিনা ট্যান্ডন

তবে শুধু নয়ের দশকেই নয়। রবিনা ও অক্ষয় নিয়ে প্রেমের গুঞ্জন বরাবরই বলিউডের হটকেক। তবে গুঞ্জন রটলেও, রবিনা ও অক্ষয় কিন্তু কখনই মুখ খোলেননি তাঁদের এই প্রেম নিয়ে। কিন্তু এত বছর পর ফের অক্ষয়ের সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন উঠতেই রবিনা সোজাসাপটা জানিয়ে দিলেন আসল তথ্য। স্পষ্ট জানালেন, ওসব পুরনো ঘটনা।

গোপনে অক্ষয়ের সঙ্গে বাগদান? অবশেষে মুখ খুললেন রবিনা ট্যান্ডন
| Updated on: Nov 07, 2025 | 5:55 PM
Share

নয়ের দশকে বলিউডে প্রেমের গুঞ্জন মানেই রবিনা ট্য়ান্ডন ও অক্ষয় কুমার। শোনা যায়, পর্দায় বৃষ্টিভেজা উষ্ণ গান ‘টিপ টিপ বরষা’য় তাঁদের পোশাক ভিজে গেলেও, দুজনের শরীরেই জ্বলে উঠেছিল প্রেমের আগুন। আর প্রেমের আগুনের তাপ এতটাই তীব্র ছিল যে, শোনা যায়, গোপনে নাকি তাঁরা সেরে ফেলেছিলেন বাগদান। আর বিয়ের ঠিক কয়েকদিন আগেই অজানা কারণে নাকি ভেঙে যায় রবিন-অক্ষয় সম্পর্ক।

সেই সময় গসিপ ম্যাগাজিনে তোলপাড় তুলেছিল এই খবর। তবে শুধু নয়ের দশকেই নয়। রবিনা ও অক্ষয় নিয়ে প্রেমের গুঞ্জন বরাবরই বলিউডের হটকেক। তবে গুঞ্জন রটলেও, রবিনা ও অক্ষয় কিন্তু কখনই মুখ খোলেননি তাঁদের এই প্রেম নিয়ে। কিন্তু এত বছর পর ফের অক্ষয়ের সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন উঠতেই রবিনা সোজাসাপটা জানিয়ে দিলেন আসল তথ্য। স্পষ্ট জানালেন, ওসব পুরনো ঘটনা।

সম্প্রতি এক টক শোয়ে অংশ নিয়েছিলেন রবিনা ট্য়ান্ডন। সেখানেই তাঁকে সঞ্চালক ফস করে প্রশ্ন করে ফেলেন অক্ষয়ের সঙ্গে তাঁর বাগদান নিয়ে। রবিনা এবারটি আর প্রশ্ন এড়িয়ে যাননি। বরং স্পষ্ট উত্তর দিয়ে বলেন, ”ওসব অনেক পুরনো ঘটনা। এখনও যে কেন এসব নিয়ে কথা হয়, জানি না। আসলে মোহরা ছবির পর থেকে আমাদের জুটি খুবই জনপ্রিয় হয়েছিল। সেই কারণেই এই চর্চা।”

রবিনা জানান, ”একটা জীবনে অনেক প্রেম আসে, চলেও যায়। আমরা এগিয়ে যাই। অক্ষয়ের সঙ্গে এখন আমার ভাল বন্ধুত্ব, দেখা হলে কথাও হয়। দুজনেই আমরা ব্যস্ত রয়েছি নিজেদের জগতে। প্রেম, এনগেজমেন্ট, ডিভোর্স, এগুলো সাধারণ ব্যাপার, এসব নিয়ে ভাবা উচিত নয়। ”