AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাত ১১টায় বিবাহিত শাহরুখের ফোন, সঙ্গে বিয়ের প্রস্তাব, চমকে ওঠেন কোন স্টার?

Shah Rukh Khan: নতুন কিছু দেখলে বেজায় খুশি হন। তিনি তাই একটা আইফোন উপহার দিয়েছিলেন শাহরুখ খানকে। যা দেখে রীতিমত খুশি হয়ে গিয়েছিলেন শাহরুখ। 

রাত ১১টায় বিবাহিত শাহরুখের ফোন, সঙ্গে বিয়ের প্রস্তাব, চমকে ওঠেন কোন স্টার?
| Updated on: Jan 13, 2025 | 5:13 PM
Share

শাহরুখ খান, স্বপ্নের নায়ক। যাঁর অনুরাগী ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বজুড়ে। যাঁকে পর্দার আদর্শ প্রেমিকের তকমাও দিয়ে থাকেন মহিলারা, সেই সুপারস্টারের ফোন! সঙ্গে বিয়ের প্রস্তাব! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে কার সঙ্গে ঘটেছিল এই ঘটনা? নাহ, তিনি কোনও অভিনেত্রী নন। বরং তিনি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা, রিতেশ দেশমুখ। পাঠান স্টারকে তিনি এক উপহার দিয়েছিলেন অভিনেতায। রীতেশ জানতেন শাহরুখ ভীষণ টেকনোলজির বিষয় আগ্রহী। নতুন কিছু দেখলে বেজায় খুশি হন। তিনি তাই একটা আইফোন উপহার দিয়েছিলেন শাহরুখ খানকে। যা দেখে রীতিমত খুশি হয়ে গিয়েছিলেন শাহরুখ।

একবার এক সাক্ষাৎকারে সেই গল্প শেয়ার করে নিয়েছিলেন অভিনেতা। সেদিন রাতে তিনি শাহরুখ খানের থেকে বিয়ের প্রস্তাবও পেয়েছিলেন। ঠিক কী ঘটেছিল সেই রাতে?কী বলেছিলেন শাহরুখ? রীতেশের কথায়, “আমার মনে আছে তখন রাত ১১টা বাজে। আমায় উনি ফোন করেন। রীতেশ এটা কী ভাই, দারুণ জিনিস তো। আমি তোমায় একটা কথা বলতে চাই, আমি তোমায় বিয়ে করতে প্রস্তুত।”

তবে রীতেশ দেশমুখ প্রথম নন, শাহরুখের গেজেটের প্রতি ভালবাসার কথা অনেকেই শেয়ার করেছিলেন। কখনও দামি ফোন, কখনও দামি ঘড়ি, শাহরুখের কালেকশন এক কথায় সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ভাইরাল হয়ে যায়। পাঠান ছবির পরই ভাইরাল হয়েছিল তাঁর হাতে থাকা কোটি থাকার ঘড়ির ছবি। যদিও শাহরুখ মজা করে বলে থাকেন, তিনি নিজের জন্য কিছুই নাকি কেনেন না, সবই তাঁকে দেওয়া সকলের উপহার।