AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হিট পাননি সম্প্রতি, তবে চেষ্টা চালাচ্ছেন ঋত্বিকা

নতুন থ্রিলার ছবিতে জুটিতে থাকবেন মীর-ঋত্বিকা। নামী অভিনেত্রীর শ্যুটিংয়ে খুন হয়! তদন্ত শুরু করে পুলিশ আর রিপোর্টার। এই নিয়ে ছবির গল্প। আতিউল ইসলাম এর পরিচালনায় ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, দেবরাজ ভট্টাচার্য। কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্যুটিং এর প্রথমদিন, শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্র পরিচালক। খুন, রহস্যের মোড়কে ছবি শুরু হয়।

হিট পাননি সম্প্রতি, তবে চেষ্টা চালাচ্ছেন ঋত্বিকা
| Edited By: | Updated on: May 06, 2025 | 2:50 PM
Share

২০১৪ সালে বনি সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধে নায়িকা ঋত্বিকা সেন করেছিলেন ‘বরবাদ’ ছবিটা। ২০১৫-তে অপর্ণা সেনের পরিচালনায় করেন ‘আরশিনগর’। সেখানে দেবের নায়িকা হয়েছিলেন ঋত্বিকা। ‘শাহজাহান রিজেন্সি’ ছবিটা নায়িকা করেন ২০১৯ সালে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বন্ধুত্বের জন্য নায়িকা ছিলেন খবরে। তবে ২০২০ থেকে যা ছবি করেছেন অভিনেত্রী, সেগুলো ফ্লপ। এই মুহূর্তে তাঁর যেসব ছবির ঘোষণা হচ্ছে, তার মধ্যে কতগুলো হিট হতে পারে, তা নিয়ে প্রশ্ন ঘুরছে টলিপাড়ায়। ‘কিলবিল সোসাইটি’ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে একটু রাতের দিকে পৌঁছছিলেন নায়িকা। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলেন। সৃজিতের কোনও ছবিতে ঋত্বিকাকে আবার দেখা যাবে কিনা সেটা প্রশ্ন।

এর মধ্যে নায়িকার নতুন ছবির ঘোষণা হলো। নতুন থ্রিলার ছবিতে জুটিতে থাকবেন মীর-ঋত্বিকা। নামী অভিনেত্রীর শ্যুটিংয়ে খুন হয়! তদন্ত শুরু করে পুলিশ আর রিপোর্টার। এই নিয়ে ছবির গল্প। আতিউল ইসলাম এর পরিচালনায় ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, দেবরাজ ভট্টাচার্য। কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্যুটিং এর প্রথমদিন, শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্র পরিচালক। খুন, রহস্যের মোড়কে ছবি শুরু হয়। তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে নিজের জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কীভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলোই ফুটে উঠতে থাকে। আতিউল পরিচালিত এর আগের ছবি অবশ্য দর্শক টানতে পারেনি। তাই এবার কী হয়, সেটা দেখার অপেক্ষা।