‘জাতীয় স্তরের সাঁতারু হয়েও ডুবে মৃত্যু’! রণির মৃত্যু ঘিরে আজও রহস্য
Ronnie Chakraborty: কারও সঙ্গে ঝামেলা ছিল না তাঁর। ছিল না মন কষাকষি। ঝাঁকড়া চুল আর একগাল হাসির মানুষটাকে ভালবাসত প্রায় গোটা টলিউডই। মনে আছে রণি চক্রবর্তীর কথা? বেশ কিছু ধারাবাহিকের চেনা মুখ রণির দেহ মিলেছিল সন্তোষপুকুরের এক পুকুরে।

কারও সঙ্গে ঝামেলা ছিল না তাঁর। ছিল না মন কষাকষি। ঝাঁকড়া চুল আর একগাল হাসির মানুষটাকে ভালবাসত প্রায় গোটা টলিউডই। মনে আছে রণি চক্রবর্তীর কথা? বেশ কিছু ধারাবাহিকের চেনা মুখ রণির দেহ মিলেছিল সন্তোষপুকুরের এক পুকুরে। চমকে উঠেছিল তামাম টলিউড! প্রশ্ন উঠেছিল, দুর্দান্ত সাঁতারু এই অভিনেতা কী করে জলে ডুবে প্রয়াত হতে পারেন? আজ অর্থাৎ শনিবার তাঁর জন্মদিন। এত বছর কেটে গেলেও তাঁর স্মৃতি আজও টলিপাড়ায় অমলিন। রণির শেষ দিনে কী ঘটেছিল? এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ দিনেরই কিছু স্মৃতি টিভিনাইন বাংলার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন রাজদীপ গুপ্ত।
তাঁর কথায়, “ওর স্ত্রী আমার পাড়াতুতো বন্ধু। সেই সূত্রে চেনাশোনাটা ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে থেকেই। রনি মানেই এক গাল হাসি, প্রচণ্ড হুজুগে, মজা করতে ভালবাসে। মেকআপ রুম থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ একাই জমিয়ে রাখার দায়িত্ব সামলিয়েছে বরাবর।” তিনি যোগ করেন, “১৫ মে– সেই অভিশপ্ত দিন। আমাদের এক বন্ধুদের গ্রুপ ছিল। সেখানে সবাই যে ইন্ডাস্ট্রির এমনটা নয়। ওই গ্রুপ থেকেই প্রথম ফোনটা আসে। আমি ভেবেছিলাম মিথ্যে। কী করে বিশ্বাস করব বলুন তো? যেদিন ঘটনাটা ঘটে ওইদিন ও ওর বাচ্চার অন্নপ্রাশনের নিমন্ত্রণ করতে বের হয়েছিল। তার চার-পাঁচ দিন আগে আমার সঙ্গে দেখা করে আড্ডা দিয়েছিল। কত কথা, কত গল্প হল একসঙ্গে। এখনও মনে আছে উইকেন্ড নাইট ছিল। আমায় বলল রাউডি মানে ওর বাচ্চার অন্নপ্রাশনে কী কী প্ল্যান করেছে। সেই মানুষটাই চার-পাঁচ দিন পর নেই, জাস্ট নেই। আমি বিশ্বাস করিনি। ওর বাড়ি যখন গেলাম তখন মিডিয়া আর লোকের ভিড় উপচে পড়ছে। কাকিমার সঙ্গে কথা বলতে পারিনি। ওর মৃত্যুর কারণ নিয়ে এর পর শুরু হল একের পর এক রটনা। অনেকে অনেক কিছু বলেছিল। লেখা হয়েছিল জলে ডুবে মৃত্যু। কিন্তু একজন জাতীয় স্তরের সাঁতারুর কী করে জলে দুবে মৃত্যু হতে পারে এই কয় বছরেও মাথায় ঢুকল না আমার। মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে যখন ওকে নিয়ে কথা হয় তখন ভাবি ঠিক কী হয়েছিল সেই দিন। কীভাবে একটা জলজ্যান্ত মানুষ জাস্ট নেই হয়ে গেল। জানি না ওর কেসটা আর খুলবে কিনা। কিন্তু রনির এভাবে চলে যাওয়াটা আজও আমার কাছে রহস্য।”
এই জিজ্ঞাসা শুধু রাজদীপের নয়। টলিপাড়ার অন্দরে কান পাতলে এখনও চলে ফিসফাস। অনেক প্রশ্নও উঠে আসে যার কোনও সদুত্তর মেলেনি। এ দিনও রণিকে নিয়ে পোস্ট করেছেন পরিচালক-প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দার। লিখেছেন, “শুভ জন্মদিন রনি, এখনও রোজ তোকে মিস করি। কতটা মিস করি তুই নিজেও জানিস!! ভাল থাকিস, যেখানেই আছিস।” সেই পোস্টেও প্রয়াত অভিনেতাকে সম্মান জানিয়েছেন অনেকেই।
