শেষ মুহূর্তে বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এসে বিয়েকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন যে টেলি তারকারা

বিচ্ছেদ হতেও পারত। কিন্তু শেষ মুহূর্তে হয়নি তা। বরং শক্ত হয়েছে সম্পর্ক। আবারও কাছে এসেছেন ওঁরা। জীবনকে দিয়েছেন দ্বিতীয় চান্স। দেখে নিন এমন কিছু বলিসেলেবকে যারা বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে শেষমুহূর্তে সরে এসেছেন।

| Updated on: Mar 14, 2021 | 9:09 PM
বিগবস ১৪তে যদি না আসতেন দু’জনে তবে হয়তো সম্পর্ক জোড়া লাগত না অভিনব শুক্লা এবং রুবিনা দিলকের। বিগবসে এক টাস্কের মাঝে রুবিনা জানিয়েছিলেন, ডিভোর্স হতে চলেছে তাঁদের। কিন্তু বিগবসে বাড়িতে দীর্ঘ কয়েক মাস কাটানোর পর ফিরে আসে পুরনো প্রেম। আবারও এক হন তাঁরা। রুবিনা বিগবসে জয়ী হয়েছেন। আবারও একসঙ্গে বাকি জীবন কাটানোর স্বপ্ন দেখছেন ওঁরা।

বিগবস ১৪তে যদি না আসতেন দু’জনে তবে হয়তো সম্পর্ক জোড়া লাগত না অভিনব শুক্লা এবং রুবিনা দিলকের। বিগবসে এক টাস্কের মাঝে রুবিনা জানিয়েছিলেন, ডিভোর্স হতে চলেছে তাঁদের। কিন্তু বিগবসে বাড়িতে দীর্ঘ কয়েক মাস কাটানোর পর ফিরে আসে পুরনো প্রেম। আবারও এক হন তাঁরা। রুবিনা বিগবসে জয়ী হয়েছেন। আবারও একসঙ্গে বাকি জীবন কাটানোর স্বপ্ন দেখছেন ওঁরা।

1 / 4
২০১৯-এ বিয়ে করেন সুস্মিতা সেনের ছোট ভাই রাজীব সেন এবং তাঁর স্ত্রী চারু। কিন্তু ২০২০-র মাঝামাঝি তাঁদের বিচ্ছেদের খবর শোনা যায়।প্রথম বিবাহবার্ষিকীও পালন করেননি তাঁরা। রাজীব এক সাক্ষাৎকারে বলেন, “আমার মনে হয় চারুকে কেউ ব্রেনওয়াশ করছে। ও খুব ভাল মেয়ে। হতে পারে ওর বন্ধুদের মধ্যেই কেউ।” তবে ২০২০-র শেষ থেকেই তাঁদের ভাঙা সম্পর্ক আরও একবার জোড়া লাগে। একসঙ্গে দুবাইও ঘুরে এসেছেন তাঁরা।

২০১৯-এ বিয়ে করেন সুস্মিতা সেনের ছোট ভাই রাজীব সেন এবং তাঁর স্ত্রী চারু। কিন্তু ২০২০-র মাঝামাঝি তাঁদের বিচ্ছেদের খবর শোনা যায়।প্রথম বিবাহবার্ষিকীও পালন করেননি তাঁরা। রাজীব এক সাক্ষাৎকারে বলেন, “আমার মনে হয় চারুকে কেউ ব্রেনওয়াশ করছে। ও খুব ভাল মেয়ে। হতে পারে ওর বন্ধুদের মধ্যেই কেউ।” তবে ২০২০-র শেষ থেকেই তাঁদের ভাঙা সম্পর্ক আরও একবার জোড়া লাগে। একসঙ্গে দুবাইও ঘুরে এসেছেন তাঁরা।

2 / 4
২০০৭- এ বিয়ে করেন অমিত-রুবিনা। তাঁদের এক সন্তানও রয়েছে। নাম জিয়ানা। ২০১৭-তে তাঁদের সম্পর্কের চিড় ধরলেও এখন অনেকটা ঠিক তাঁদের সম্পর্ক।

২০০৭- এ বিয়ে করেন অমিত-রুবিনা। তাঁদের এক সন্তানও রয়েছে। নাম জিয়ানা। ২০১৭-তে তাঁদের সম্পর্কের চিড় ধরলেও এখন অনেকটা ঠিক তাঁদের সম্পর্ক।

3 / 4
১৯৮৬ সালে বিয়ে করেন টিভি অভিনেতা জারিনা ওয়াহাব এবং আদিত্য পাঞ্চোলী।পূজা বেদী এবং কঙ্গনা রানাউতের সঙ্গে তাঁর নাম জড়ালেও আদিত্যকে ছেড়ে যাননি জারিনা।

১৯৮৬ সালে বিয়ে করেন টিভি অভিনেতা জারিনা ওয়াহাব এবং আদিত্য পাঞ্চোলী।পূজা বেদী এবং কঙ্গনা রানাউতের সঙ্গে তাঁর নাম জড়ালেও আদিত্যকে ছেড়ে যাননি জারিনা।

4 / 4
Follow Us: