গলায় নরেন্দ্র মোদী লকেট, কান-এ সুন্দরীর ‘রুচি-বোধে’ হতবাক নেটপাড়া
কেন এমন নেকলেস পরলেন রুচি? সোনালি লেহেঙ্গায় সেজে রুচি জানিয়েছেন, ''এই নেকলেস গয়নার চেয়ে বেশি কিছু। বিশ্বদরবারে ভারতের উন্নতি, শক্তি, লক্ষ্যের প্রতীক। কান চলচ্চিত্র উত্সবে এই হার পরে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান জানাতে চেয়েছি। যাঁর নেতৃত্বে ভারত বিশ্বের মানচিত্রে নতুন উচ্চতায় পৌঁছেছে।''

কান-এ আর যে কী-কী ঘটবে কে জানে! চলচ্চিত্র উত্সবের গুরুত্ব যেমন ছিল তেমনই আছে। তবে রেড কার্পেটে কখনও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপস্থিতি, কখনও কারও অদ্ভুত পোশাক নিয়ে এখন বিশ্বজুড়ে চর্চা তুঙ্গে। এবার রুচি গুজ্জর পৌঁছে গেলেন কান-এ। তাঁর নেকলেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। একটা নয়, তিনটে ছবি রয়েছে এই নেকলেসে। সেটার জন্যই রুচি চলে এসেছেন চর্চায়।
কেন এমন নেকলেস পরলেন রুচি? সোনালি লেহেঙ্গায় সেজে রুচি জানিয়েছেন, ”এই নেকলেস গয়নার চেয়ে বেশি কিছু। বিশ্বদরবারে ভারতের উন্নতি, শক্তি, লক্ষ্যের প্রতীক। কান চলচ্চিত্র উত্সবে এই হার পরে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান জানাতে চেয়েছি। যাঁর নেতৃত্বে ভারত বিশ্বের মানচিত্রে নতুন উচ্চতায় পৌঁছেছে।”
রুচির ব্যাখ্যা যাই হোক, নেটিজেনদের একজন লিখেছেন, ”রুচি কে সেটাই আমরা জানি না! মডেলিং বা অভিনয়ে তাঁর যে নাম চর্চিত এমন নয়। যাতে তাঁর দিকে নজর যায়, সে কারণেই এমন নেকলেস পরার প্ল্যান করেছেন তিনি।” রুচির ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর অনেকে নানা ধরনের মজা করতে শুরু করেছেন। কেউ-কেউ আবার বলছেন, এসব ইন্টারনেট পার্সোনালিটিদের বয়কট করা উচিত কান চলচ্চিত্র উত্সবের মতো গুরুত্বপূর্ণ জায়গায়।
কান-এ দেখা গিয়েছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর আর করণ জোহরকেও। জাহ্নবী সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ মন্তব্যের মুখে পড়ছেন। করণ জোহরকে নিয়েও এক নেটিজেনের মন্তব্য, ”আপনি কেন সেজেগুজে এই চলচ্চিত্র উত্সবে গেলেন বুঝতে পারলাম না। আপনার পরিচালিত কোনও ছবি আগামী পাঁচ বছরেও অফিশিয়াল সিলেকশনে জায়গা পাবে বলে তো মনে হয় না!”
ভারত থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে যাঁরা এবার কান-এ গিয়েছেন, তাঁদের উপস্থিতিও অনেক সিনেমাপ্রেমীর পছন্দ নয়।
