Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sara Ali Khan-Sharmila Tagore: সময়ের সঙ্গে ছবির পরিবর্তন! কেন বললেন সারা আলি খান?

Sara Ali Khan-Sharmila Tagore: শর্মিলার প্রথম নাতনি সারা। সইফ আলি খান আর অমৃতা সিংয়ের প্রথম সন্তান।

Sara Ali Khan-Sharmila Tagore: সময়ের সঙ্গে ছবির পরিবর্তন! কেন বললেন সারা আলি খান?
বড়ি আম্মার সঙ্গে সারা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 10:17 PM

সারা আলি খান মানেই সোশ্যাল মিডিয়া পোস্ট। সব সময় তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকেন। সিনেমা হোক কিংবা, ঘুরতে যাওয়া, নয়তো জিমে তোলা ছবি, অথবা নিজের পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে থাকেন প্রায়ই। হঠাৎ হঠাৎ তিনি তাঁর ইচ্ছে অনুযায়ী ছবি পোস্ট করেন। ভাই ইব্রাহিমের সঙ্গে রিল করেন। ভিডিও করেন বিভিন্ন জায়গার।

সম্প্রতি তিনি একটি কোলাজ ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে তাঁর বড়ি আম্মা শর্মিলা ঠাকুরের সঙ্গে। যেখানে প্রথমে ছোট্ট সারাকে পিছন থেকে জড়িয়ে রয়েছেন শর্মিলা ঠাকুর, অন্য ছবিতে তিনি একইভাবে জড়িয়ে রয়েছেন বড়ি আম্মাকে (এই ছবি শর্মিলার ৭৬তম জন্মদিনের)। ক্যাপশন, ‘ফ্রম হোল্ডিং মি টু হোল্ডিং ইউ, লাভ ইউ বড়ি আম্মা’ (তোমার জড়িয়ে ধরা থেকে আমার জড়িয়ে ধরা, বড়ি আম্মা ভালবাসি তোমায়)।

শর্মিলার প্রথম নাতনি সারা। সইফ আলি খান আর অমৃতা সিংয়ের প্রথম সন্তান। তাঁদের আর এক সন্তান ইব্রাহিম খান। কাজের দিক থেকে সারা এখন কাজ করছেন গ্যাসলাইট ছবিতে। যেখানে তিনি প্রথমবার স্ক্রিন ভাগ করবেন বিক্রান্ত মেসির সঙ্গে। অন্য আর একটি কাজ করছেন ভিকি কৌশলের সঙ্গে নাম ঠিক না হওয়া ছবিতে।