AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোন গ্রহের প্রভাবে শাহরুখের কপালে এত খ্যাতি? জেনে নিন কিং খানের রাশিফল

Shah Rukh Khan: আকাশছোঁয়া সাফল্যের পিছনে যেমন রয়েছে শ্রম ও নিষ্ঠা, তেমনি রয়েছে গ্রহের অবস্থান, রাশি, তিথি। তাই অনেকেই মনে করেন শাহরুখ খানের এই সাফল্যের পিছনে জড়িয়ে রয়েছে তাঁর ভাগ্যও। 

কোন গ্রহের প্রভাবে শাহরুখের কপালে এত খ্যাতি? জেনে নিন কিং খানের রাশিফল
| Updated on: Nov 02, 2024 | 4:19 PM
Share

কঠোর পরিশ্রম ও অধ্যাবসা না থাকলে জীবনে কিছুই সম্ভব নয়। কিন্তু তারপরেও রয়েছে একটি কারণ, ভাগ্য। পরিশ্রম ও ভাগ্য, উভয়ই যদি তালে তাল না মেলে তাহলেও কোনও সাফল্যেই অর্জন করা সম্ভব নয়। আকাশছোঁয়া সাফল্যের পিছনে যেমন রয়েছে শ্রম ও নিষ্ঠা, তেমনি রয়েছে গ্রহের অবস্থান, রাশি, তিথি। তাই অনেকেই মনে করেন শাহরুখ খানের এই সাফল্যের পিছনে জড়িয়ে রয়েছে তাঁর ভাগ্যও।

কিং খানের জন্মদিনে জেনে নেওয়া যাক রাশিফল ও গ্রহের অবস্থান…

– নয়াদিল্লিতে ২ নভেম্বর, ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন শাহরুখ খান।

-শাহরুখ খানের জন্মকুণ্ডলী যদি দেখা হয়, তাহলে সূর্যের অবস্থান মতে তাঁর রাশি হল বৃশ্চিক। এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত পরিশ্রমী, লক্ষ্য স্থির থেকে এগিয়ে যান। নিজেকে গড়েপিঠে নেওয়ার অদম্য সাহস ও প্রচেষ্টা থাকে। তবে এই রাশির জাতকেরা সাধারণত মাটির মানুষ হন বলেই জানা যায়। নিজের পুরোটা দিয়ে কাজ করার চেষ্টা করেন। মানুষের সঙ্গে মিশে থাকে ভালবাসন। প্রতিজ্ঞাবদ্ধ হলে সেই কাজ বা কথা রাখার চেষ্টা করেন। সাহসিকতা, উচ্চাকাঙ্খা থাকে তো বটেই, পাশাপাশি রাশির ঘরে থাকে সূর্যের অবস্থান। তাই তিনি এককথার মানুষ, সাহসী ও একজন সেরা অভিনেতা।

– শাহরুখ খানের কুণ্ডলী অনুসারে, চন্দ্রের অবস্থান মতে তাঁর রাশি হল মকর। এই রাশির জাতকেরা অপ্রতিরোধ্য। তাই যে কোনও কঠিন পরিস্থিতিতেই জীবনের প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি পান তিনি। জীবনের উত্থান-পতনের মুখোমুখি হওয়ার ধৈর্য রয়েছে তাঁর। অভিনয় জগতে শাহরুখের যে দাপট রয়েছে, তার পিছনে ম্যাজিক হিসেবে কাজ করছে তাঁর রাশিফল বলেই অনুমান একশ্রেণির।

– শুধু রাশির ফলেই নয়, রয়ছে বৃহস্পতি, মঙ্গল এবং শুক্রের মতো ত্রয়ী গ্রহের ফের। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই তিন গ্রহ জ্ঞান, ধৈর্য ও সাফল্যের দরজা খুলে দেয়। পাশাপাশি শিল্পীদের দক্ষতাকেও বাড়িয়ে তোলে। ব্যক্তিগত জীবন ও আর্থিক সাফল্যের শীর্ষে পৌঁছাতে এই ত্রয়ী গ্রহের বিশেষ অবদান রয়েছে।