নিউ ইর্য়কে গোপনে বিয়ে সেরেছেন শাহরুখ-কাজল! ভিডিও তুললেন বিলেতের ট্যাক্সি ড্রাইভার
'দিলওয়ালে' শাহরুখ, 'দুলহানিয়া' কাজলকে নিয়ে চম্পট দিলেন নিউ ইয়র্কে। আর শুধুই কি পালানো! বিদেশের মাটিতে চুপি চুপি বিয়েও সারলেন। সর্ষে ক্ষেতের সেই তুঝে দেখা তো ইয়ে জানা সনম প্রেম জমে ক্ষীর নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে! ভাবছেন এ আবার কেমন কাণ্ড?

‘দিলওয়ালে’ শাহরুখ, ‘দুলহানিয়া’ কাজলকে নিয়ে চম্পট দিলেন নিউ ইয়র্কে। আর শুধুই কি পালানো! বিদেশের মাটিতে চুপি চুপি বিয়েও সারলেন। সর্ষে ক্ষেতের সেই তুঝে দেখা তো ইয়ে জানা সনম প্রেম জমে ক্ষীর নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে! ভাবছেন এ আবার কেমন কাণ্ড? ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক।
শাহরুখ-কাজল জুটি বক্স অফিসে সুপারহিট হওয়ার পর, বলিউডে রটেই গিয়েছিল কাজল ও শাহরুখের রিয়েল লাইফ প্রেমের গপ্পো। এমনকী, অনেকেই ভেবেছিলেন, শাহরুখ নাকি কাজলের প্রেমে স্ত্রী গৌরীকে ছেড়েই দেবেন। শাহরুখকে নিয়ে ভয় পেয়েছিলেন কাজলের স্বামী অভিনেতা অজয় দেবগণও। শোনা যায়, তাঁর কথাতেই শাহরুখের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ছিলেন কাজল।
২০১০ সালে করণ জোহরের মাই নেম ইজ খান ছবিতে ফের জুটি বাঁধেন কাজল ও শাহরুখ। আর এই বিয়ের ঘটনার সেই সময়ের। এই ছবির শুটিংয়ের সময়ই এক ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, শাহরুখ ও কাজল ক্য়াবে চড়ে নিউ ইয়র্কের রাস্তায় ঘুরছেন। শাহরুখ ও কাজলকে দেখে ট্যাক্সি ড্রাইভার চিনতে পেরেছিলেন। স্পষ্ট বলেছিলেন, আপনাদের দেখে তো বিবাহিত মনে হচ্ছে! শাহরুখ মস্করা করে ট্য়াক্সি ড্রাইভারকে বলেছিলেন, চুপ, কাউকে বলবেন না। আমরা পালিয়ে বিয়ে করেছি। এটা বলেই হেসে ফেলেছিলেন শাহরুখ ও কাজল। সেই গোটা কাণ্ডই ক্যামেরাবন্দি করেছিলেন সেই ট্যাক্সি ড্রাইভার।





