শাহরুখ-গৌরীর বেডরুমে একটি রাত কাটাবেন? তবে জেনে নিন, খরচ কত

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 04, 2024 | 3:17 PM

Shah rukh khan Villa: অবাক লাগলেও এটাই এবার সত্যি। কারণ শাহরুখের বাড়ি এবার উঠল ভাড়ায়। না, কেবল টিকিট কেটে ঘুরে দেখা নয়, বরং এক থেকে দুই রাত নিজের কাছের মানুষকে নিয়ে কাটিয়ে ফেলতে পারেন তাঁর বাড়িতে।

শাহরুখ-গৌরীর বেডরুমে একটি রাত কাটাবেন? তবে জেনে নিন, খরচ কত

Follow Us

শাহরুখ খান। বলিউডের তিনি বাদশা। একের পর এক ছবি তাঁর সুপারহিট। বিশ্বের অন্যতম ধনী অভিনেতা তিনি। মোটা টাকা পারিশ্রমিক শাহরুখের। ভারতের বুকে অন্যতম আকর্ষণই হয়ে দাঁড়িয়েছে এখন মন্নত। তাঁর বাসস্থান। তবে কেবল এখানেই নয়, গোয়াতেও রয়েছে তাঁর ভিলা। তবে শাহরুখের বাড়ির সামনে গিয়ে পোজ দিয়ে ছবি তো অনেকেই তোলেন। কিন্তু তাঁর বাড়ির অন্দরমহলে ঢোকার সুযোগ যদি পান? তবে কেমন হবে? ভাবলেই অবাক লাগছে তো!

অবাক লাগলেও এটাই এবার সত্যি। কারণ শাহরুখের বাড়ি এবার উঠল ভাড়ায়। না, কেবল টিকিট কেটে ঘুরে দেখা নয়, বরং এক থেকে দুই রাত নিজের কাছের মানুষকে নিয়ে কাটিয়ে ফেলতে পারেন তাঁর বাড়িতে। বিলাসবহুল সেই প্রাসাদ সকলের নজরে, আর সেখানেই কিং খান থাকার অনুমতি দিয়েছেন কিছুদিন আগে, যদিও তার জন্য গুনতে হবে মোটা টাকা। কিং খানের বিছানায় শোয়া, তাঁর ব্যবহার করা জিনিস এক রাতের জন্য নিজের, এ কি চারটি খানি কথা?

ভিতরে সুইমিং পুল থেকে শুরু করে রাজকীয় আয়োজন। কিং খানের এই ভিলা এক কথায় স্বপ্নপূরী। যদিও তা ভারতের বুলে নয়। লস এঞ্জেলসে অবস্থিত তাঁর এই ভিলা। যা এবার উঠল ভাড়ায়। শাহরুখ খানের সেই বাড়িতে থাকতে হলে রাত পিছু খরচ পড়বে ২ লাখ টাকা। এই অর্থ যদি বহন করতে পারেন, তবে নিঃসন্দেহে এই স্বপ্ন আপনার পূরণ হতে পারে। যদিও মাথায় রাখতে হবে বাড়িটি শাহরুখের।

তাই চাইলেই বুকিং পাওয়া সম্ভবপর নয়। সেই কারণেই বেশ কিছু বিষয় মাথায় রাখতে পারবেন। আর এটা কোথায় পাওয়া যাবে জানেন? Airbnb-অনলাইন অ্যাপে এই প্রাসাদের খোঁজ পাওয়া যাবে। যব হ্যারি মেট সেজল ছবির শুটের সময় দীর্ঘদিন এই বাড়িতেই ছিলেন শাহরুখ খান। এই বিলাসবহুল প্রাসাদের এক রাতের সঠিক খরচ ১,৯৬,৮৯১ টাকা। এই খবর শাহরুখ নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন।

Next Article