অপেক্ষার অবসান! মুক্তি পেল ‘কিং’এর মুক্তির তারিখ
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ২৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 'কিং'। দর্শকরা শাহরুখ খানের নতুন রূপের অ্যাকশন-থ্রিলার দেখার অপেক্ষায় রয়েছেন এখন থেকেই। সিনেমার গল্পে থাকবে রাজনীতি, খলনায়ক এবং নায়কের যুদ্ধ, গোটা ছবি জুড়ে সাসপেন্সে থাকবেন দর্শকরা ।

বলিউড কিং শাহরুখ খান ফের বড় পর্দায় ফিরছেন নতুন সিনেমা ‘কিং নিয়ে। এবার শাহরুখ নিজেই ঘোষণা করলেন সিনেমার মুক্তি তারিখ, মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় শাহরুখের ভিডিয়ো। ছবির ঘোষণার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে ছবি মুক্তির তারিখের অপেক্ষায় ছিলেন। অবশেষে সুখবর দিয়েছেন শাহরুখ নিজেই। একটি ছোট ভিডিয়ো ক্লিপের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছবি মুক্তির তারিখ জানিয়েছেন বলিউড বাদশাহ।
ভিডিয়োতে দেখা গেছে শাহরুখ খানের হাতে একটি কিং অফ হার্টস কার্ড, শাহরুখের লুক হেয়ার স্টাইল দেখে আনন্দে আত্মহারা ভক্তরা। চলতি বছর ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।
ভিডিয়োতে শাহরুখ নিজের ভক্তদের উদ্দেশ্যে বলেন, “সাল শেষ হওয়ার জন্য তৈরি থাকুন।” মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এই ক্লিপ। আসন্ন ছবির উদযাপনে এখন থেকেই ব্যস্ত ভক্তরা। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করে শুধু একটাই শব্দ লিখেছেন, “Baap”। অন্যদিকে প্রযোজক এবং বন্ধু করণ জোহর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “OMGGGGG, the Internet just broke. Bhai, you have just killed it.”
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ২৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘কিং’। দর্শকরা শাহরুখ খানের নতুন রূপের অ্যাকশন-থ্রিলার দেখার অপেক্ষায় রয়েছেন এখন থেকেই। সিনেমার গল্পে থাকবে রাজনীতি, খলনায়ক এবং নায়কের যুদ্ধ, গোটা ছবি জুড়ে সাসপেন্সে থাকবেন দর্শকরা । শাহরুখ খানের জন্মদিনে প্রকাশিত ‘কিং’ সিনেমার টাইটেল রিভিল ভিডিয়ো ইতিমধ্যেই হিট হয়েছে। ভিডিয়োতে শাহরুখের স্টাইল, ইয়ার এক্সেসরিজ এবং শক্তিশালী চোখের ভঙ্গি নিয়ে ভক্তরা ইতিমধ্যেই জোরদার আলোচনা শুরু করেছেন। শাহরুখ খানের সঙ্গে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন দীপিকা পাডুকোন, সুহানা খান অভিষেক বচ্চনও সহ আরও অনেকে। এখন ভক্তরা অপেক্ষায় রয়েছেন ছবির ট্রেলার, গান এবং ছবি মুক্তির।
