‘ফুল কেন লাল হয়’ গানে নাচ শতাব্দীর, তাপস পাল নেই, শতাব্দীর সঙ্গী কে?
তাপস-শতাব্দী জুটির অনুরাগীরা নানা কথা লিখছেন। একজন লিখেছেন, ''তাপস পাল অকালে চলে গেলেন। রাজনীতির সঙ্গে ওঁর জীবন জড়িয়ে যাওয়াটা হয়তো ক্ষতির কারণ হলো।'' আর একজন লিখেছেন, '''গুরু দক্ষিণা' ছবিটা কখনওই পুরোনো হয় না। প্রায় ১৫ বার দেখেছি।'' লক্ষণীয় শতাব্দীর সদ্য মুক্তি পাওয়া ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তাপস পালের স্ত্রী নন্দিনী পাল।

‘গুরু দক্ষিণা’ ছবির ব্লকবাস্টার গান ‘ফুল কেন লাল হয়’। সেই গানে শতাব্দী রায়ের সঙ্গে তাপস পালের নাচ আজও ভোলেনি বাঙালি। গানে নায়ক-নায়িকার এমন রসায়ন ছিল যে, বাংলা ছবির দুনিয়ায় তাপস-শতাব্দীর ব্যক্তিগত জীবনের প্রেম নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। যদিও নায়ক-নায়িকা বরাবর খোলসা করে দিয়েছেন, প্রেম বা বিয়ে নয়, বরং গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল তাঁদের মধ্যে।
সম্প্রতি মৈনাক ভৌমিকের পরিচালনায় শতাব্দী রায় অভিনীত ছবি ‘বাত্সরিক’ মুক্তি পেল। ছবিটা যে সিনেমাহলে খুব বেশি দর্শক টেনেছে এমন নয়। আসলে অভিনয় থেকে এখন অনেকটাই দূরে শতাব্দী। বরং এক দশক ধরে রাজনীতির সঙ্গে তাঁর তুমুল যোগ। রাজনৈতিক পদ সামলানোর পাশাপাশি শতাব্দী সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছু পোস্ট করেন, যা তাঁর অনুরাগীদের পছন্দের। যেমন কোনও কবিতা পড়ে পোস্ট করেন শতাব্দী। এবার ‘ফুল কেন লাল হয়’ গানের সঙ্গে নেচে পোস্ট করেছেন অভিনেত্রী। লিখেছেন, ”’ফুল কেন লাল হয়’ আরও একবার তোমাদের জন্য, সঙ্গে শামিয়ানা”। এই নাচ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। শতাব্দীর মেয়ে শামিয়ানার নাচ দেখে অনেকেই খুব খুশি হয়েছেন।
তাপস-শতাব্দী জুটির অনুরাগীরা নানা কথা লিখছেন। একজন লিখেছেন, ”তাপস পাল অকালে চলে গেলেন। রাজনীতির সঙ্গে ওঁর জীবন জড়িয়ে যাওয়াটা হয়তো ক্ষতির কারণ হলো।” আর একজন লিখেছেন, ”’গুরু দক্ষিণা’ ছবিটা কখনওই পুরোনো হয় না। প্রায় ১৫ বার দেখেছি।” লক্ষণীয় শতাব্দীর সদ্য মুক্তি পাওয়া ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তাপস পালের স্ত্রী নন্দিনী পাল।
