পাহাড়, বৃষ্টি, ট্রেনে চড়া, কাঞ্চন-শ্রীময়ীর প্রেম, কোথায় গেলেন তাঁরা?
লাভাতে কাঞ্চনের শুটিংয়ের ছবি এখনও সামনে আসেনি। তবে সেখানে পৌঁছে কী-কী করছেন শ্রীময়ী, তার ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে। লাভাতে শুটিং করছেন মিমি চক্রবর্তী। মিমি দম্পতির পারিবারিক বন্ধু। তাঁরা একসঙ্গে সময় কাটিয়েছেন। কাঞ্চনের সঙ্গে নেপালি থালি খেয়েছেন শ্রীময়ী। সেই থালিতে কী-কী মেনু আছে, তার ভিডিয়ো পোস্ট করেছেন। এর বাইরে পাহাড়ে যে-যে স্বাদ মুখে লেগে থাকে, তা চেখে দেখতে ভোলেননি অভিনেত্রী। যেমন পাহাড়ে তৈরি ম্যাগির স্বাদ নিয়েছেন। মোমোর স্বাদে মজেছেন।

প্রায় আলিঙ্গনের ভঙ্গি। একে-অপরের ঘনিষ্ঠ হয়ে ট্রেনে প্রেম জমিয়ে দিলেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ। বিধায়ক-অভিনেতা স্ত্রী শ্রীময়ী আর মেয়ে কৃষভিকে নিয়ে কোথায় গিয়েছেন? এমনিতে বেড়াতে ভালোবাসেন তারকা দম্পতি। তবে এবার শুটিংয়ে পৌঁছে গিয়েছেন কাঞ্চন। লাভাতে শুটিং হচ্ছে বাংলা ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর। সেই ছবিতে রয়েছেন কাঞ্চন। তাঁর শুটিংয়ে সঙ্গী হয়েছেন শ্রীময়ী চট্টরাজ।
দু’ জনের রোম্যান্সের ছবি দেখে অনুরাগীরা নানা রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ”বাংলা ছবিতে ট্রেনে প্রেম করার বহু দৃশ্য আছে। কাঞ্চন-শ্রীময়ী সেসব দৃশ্যের কথা মনে করাচ্ছেন।” আর একজন লিখেছেন, ”বিয়ের পর থেকেই দেখছি, ডেটে যেতে ভোলেন না কাঞ্চন-শ্রীময়ী। একদিন রাতে চা খেতে বেরিয়েছিলেন দু’ জনে। এবার ট্রেনে করে মেয়েকে নিয়ে বাইরে গেলেন। রোম্যান্টিক ছবিও পোস্ট করেছেন।”
লাভাতে কাঞ্চনের শুটিংয়ের ছবি এখনও সামনে আসেনি। তবে সেখানে পৌঁছে কী-কী করছেন শ্রীময়ী, তার ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে। লাভাতে শুটিং করছেন মিমি চক্রবর্তী। মিমি দম্পতির পারিবারিক বন্ধু। তাঁরা একসঙ্গে সময় কাটিয়েছেন। কাঞ্চনের সঙ্গে নেপালি থালি খেয়েছেন শ্রীময়ী। সেই থালিতে কী-কী মেনু আছে, তার ভিডিয়ো পোস্ট করেছেন। এর বাইরে পাহাড়ে যে-যে স্বাদ মুখে লেগে থাকে, তা চেখে দেখতে ভোলেননি অভিনেত্রী। যেমন পাহাড়ে তৈরি ম্যাগির স্বাদ নিয়েছেন। মোমোর স্বাদে মজেছেন।
দুর্গাপুজোতে ‘রক্তবীজ টু’ ছবিতে দেখা যাবে কাঞ্চন মল্লিককে। সেই ছবিতে একটা বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শ্রীময়ী। বিধায়ক হওয়ার পাশাপাশি কাঞ্চন একের পর এক ছবিতে অভিনয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।
