টলিউডে আবারও এক হেভিওয়েট বিয়ে। এ বার সাত পাকে বাঁধা পড়লেন গায়িকা ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষ। গঙ্গার ধারে বালির জেটিয়া বাড়িতেই মঙ্গলবার সন্ধেবেলা বিয়ে সারলেন তাঁরা।
লাল বেনারসিতে, ছিমছাম সাজে সেজেছিলেন ইমন। অন্যদিকে নীলাঞ্জনের বিয়ের পোশাকেও ছিল বাঙালি ট্র্যাডিশনের ছোঁয়া । তিনি সেজেছিলেন লাল রঙের সুতোর কাজ করা পাঞ্জাবিতে।
খাবারেও রয়েছে বাঙালি টাচ। বাসন্তী পোলাও, লুচি, ছোলারডাল, ফিস বাটার ফ্রাই, সর্ষে পাবদা, মটন কোরমা, জলভরা সন্দেশ..কী নেই লিস্টে।
রাত বাড়তেই হাজির টলিপাড়ার চেনা মুখরা। গায়িকা শ্রাবণী সেন, অভিনেতা রণজয় বিষ্ণু, ডিজাইনার অভিষেক রায়কে দেখা গেল টলিপাড়ার অন্যতম জাঁকজমকের বিয়েতে।
ইমনের বিয়ে আর বেস্টফ্রেন্ড মানালি আসবেন না কী করে হয়। বর অভিমন্যু মুখোপাধ্যায়কে নিয়ে হাজির তিনিও। এ ছাড়াও গায়িকা জোজো, উপল সেনগুপ্ত এবং কেও দেখা গেল ইমন-নীলাঞ্জনের বিয়েতে।
পিঁড়িতে করে ঘোরানো হয়নি ইমনকে। বরং নীলাঞ্জনকে মাঝে রেখে পায়ে হেঁটেই ঘুরলেন তিনি। অতিথিদের উচ্ছ্বাসে তখন মাতোয়ারা শহরতলির আকাশ।
দু’দিন আগে বাড়িতেই ঘরোয়া অনুষ্ঠানে রেজিস্ট্রি সেরেছেন ইমন-নীলাঞ্জন। ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। কমলা রঙা কাতান বেনারসী, সোনার গয়নায় সেজেছিলেন ইমন। নীলাঞ্জনের পরনে ছিল সাদা কাজ করা পাঞ্জাবি।
২০১৯-এর সেপ্টেম্বরে আলাপ ইমন-নীলাঞ্জনের। একটা রেকর্ডিং করতে গিয়ে প্রথম দেখা। প্রথম দেখায় নাকি নীলাঞ্জনকে বেশ রাগী মনে হয়েছিল ইমনের। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব এবং প্রেম।