Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বৈষ্ণদেবী দর্শনে গিয়ে মদ খেয়ে চুর বলিউডের ‘আপনজন’! হাতে নাতে ধরা পড়তেই…

ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি। তিনি বলিউডের 'আপনজন'। বলিউডের প্রায় প্রত্যেক ফিল্মি পার্টিতেই তাঁর অবাধ প্রবেশ। তাবড় নায়ক-নায়িকা থেকে বলিপাড়ার সেলেবদের কাঁধে বিশেষ কায়দায় হাত রেখে ওরির ছবি তো ভাইরাল সোশাল মিডিয়ায়।

বৈষ্ণদেবী দর্শনে গিয়ে মদ খেয়ে চুর বলিউডের 'আপনজন'! হাতে নাতে ধরা পড়তেই...
Follow Us:
| Updated on: Mar 17, 2025 | 3:54 PM

ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি। তিনি বলিউডের ‘আপনজন’। বলিউডের প্রায় প্রত্যেক ফিল্মি পার্টিতেই তাঁর অবাধ প্রবেশ। তাবড় নায়ক-নায়িকা থেকে বলিপাড়ার সেলেবদের কাঁধে বিশেষ কায়দায় হাত রেখে ওরির ছবি তো ভাইরাল সোশাল মিডিয়ায়। আর সেই ছবি দেখিয়ে মোটা টাকা কামাইও করেন সোশাল মিডিয়া ইনফ্লয়েন্সার ওরি। তাঁর স্টাইল, তাঁর কথা বলা। এখন তো টক অফ দ্য টাউন। জাহ্নবী, অনন্যাদের তো প্রাণের বন্ধু ওরি। বলিউডের হেন কোনও খবর নেই, যা ওরির কানে আসে না! সেই ওরিই এবার পড়লেন মহা বিপদে। তীর্থ করতে গিয়ে, এবার ওরিকে হয়তো যেতে হতে পারে শ্রীঘরে! হ্য়াঁ, বৈষ্ণদেবী দর্শনে গিয়েই নিজের বিপদ নিজেই ডাকলেন ওরি।

কাণ্ডটা একটু খোলসা করে বলা যাক। ৮ জন বন্ধুকে সঙ্গে নিয়ে বৈষ্ণদেবী দর্শন করতে গিয়েছেন ওরি। মাঝপথে অর্থাৎ কাটরায় পৌঁছে, হোটেলে মদ্যপান করায় ওরির বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ দায়ের হয়েছে।

এমনিতে কাটরার এই অঞ্চলে মদ্যপান, অন্যকোনও নেশা করা নিষিদ্ধ। এমনকী, আমিষও খাওয়া যাবে না। ওরির বিরুদ্ধে অভিযোগ তিনি এই দুই আইনই ভেঙেছেন। বৈষ্ণদেবীর মতো তীর্থস্থানকে অপবিত্র করেছেন। এই মর্মেই ওরি এবং তাঁর ৮ সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্থানীয়রা। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি ওরির তরফ থেকে।