সাবিত্রীর জন্মদিন, জীবন্ত কিংবদন্তিকে দিনভর শ্রদ্ধা, শুভেচ্ছা
জীবনের পথে আরও এক বছর এগিয়ে গেলেন সাবিত্রী। তাঁর চলার পথের সঙ্গী বাংলা চলচ্চিত্রের ইতিহাস।
বয়স ৮৫। ক্যালেন্ডারের হিসেব অন্তত তেমনই ইঙ্গিত করছে। কিন্তু মনের বয়সে তিনি আজও তন্বী। তিনি অর্থাৎ জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। আজ তাঁর জন্মদিন।
দিনভর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের বহু শিল্পী। সাবিত্রীর সঙ্গে নিজেদের ছবি শেয়ার করে শুভ কামনা জানিয়েছেন তাঁরা। তবে দিনের শেষে অভিনেত্রী সোহিনী সরকারের (Sohini Sarkar) সোশ্যাল মিডিয়া পোস্টে বার্থডে গার্লকে পাওয়া গেল ভিন্ন মেজাজে।
View this post on Instagram
লাল রঙা স্লিভলেস ফুল লেন্থ ড্রেস। কানে ম্যাচিং ঝোলা দুল। হালকা মেকআপও করেছেন তিনি। জন্মদিনের সন্ধ্যায় ঝলমল করছেন সাবিত্রী। তাঁকে শুভেচ্ছা জানালেন সোহিনী এবং অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। ছেলেকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং তাঁর স্ত্রী পিঙ্কি।
আরও পড়ুন, ‘প্রথমা কাদম্বিনী’র স্মৃতির মুহূর্ত ফিরে দেখল ‘বিনি’
আনন্দের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোহিনী। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন কিংবদন্তি।’ হ্যাশ ট্যাগে রয়েছে সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাম। জীবনের পথে আরও এক বছর এগিয়ে গেলেন সাবিত্রী। তাঁর চলার পথের সঙ্গী বাংলা চলচ্চিত্রের ইতিহাস।