AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: চলন্ত গাড়ির সামনে আচমকা সোনু, ভয়ানক দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন গায়ক

দুর্ঘটনার পর মুহূর্তের জন্য সোনু মেজাজ হারিয়ে গাড়িচালকের দিকেতাকান, তবে দ্রুত নিজেকে সামলেও নেন তিনি। এরপর তিনি এগিয়ে যান তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করতে। তারপর সবটাই প্ল্যান অনুযায়ী চলে আড্ডা, ডিনার।

Viral Video: চলন্ত গাড়ির সামনে আচমকা সোনু, ভয়ানক দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন গায়ক
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2025 | 4:09 PM

বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম সোমবার সন্ধ্যায় আচমকাই এক দুর্ঘটনার মুখে পড়েন। বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে বেরিয়ে তিনি এক চলন্ত গাড়ির সামনে এসে পড়েন। তবে ভাগ্যক্রমে তিনি তেমন কোনও গুরুতর চোট পাননি। সেই মুহূর্তের ভিডিয়ো মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সোনু নিগম তাঁর বডিগার্ডের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একটি গাড়ি তাঁর সামনে দিয়ে এগোতে শুরু করে এবং সামান্য ধাক্কা লাগে। তৎক্ষণাৎ সোনু পাশে সরে যান এবং তাঁর বডিগার্ড দ্রুত এগিয়ে এসে তাঁকে সাহায্য করেন, যার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

দুর্ঘটনার পর মুহূর্তের জন্য সোনু মেজাজ হারিয়ে গাড়িচালকের দিকেতাকান, তবে দ্রুত নিজেকে সামলেও নেন তিনি। এরপর তিনি এগিয়ে যান তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করতে। তারপর সবটাই প্ল্যান অনুযায়ী চলে আড্ডা, ডিনার।

প্রসঙ্গত, এই ঘটনার কিছুদিন আগেই সোনু নিগম একটি বিতর্কে জড়িয়ে পড়েন। বেঙ্গালুরুতে একটি কনসার্টে তিনি কন্নড় গান গাইতে না চাওয়ায়, কন্নড় গান ভক্তদের মধ্যে ক্ষোভ তৈরি করে। অনেকে তাঁর এই ব্যবহারকে অবমাননা হিসেবে দেখছেন। পাশাপাশি এই একই কারণে তাঁর বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয় বলে খবর।