‘ফ্রি কোভিড হেল্প’ লঞ্চ করলেন সোনু সুদ
‘ফ্রি কোভিড হেল্প’ লঞ্চের কথা তিনি সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছেন। এই প্রকল্পে সাধারণ মানুষ বিনামূল্যে কোভিড টেস্ট এবং অন লাইনে চিকিৎসার পরিষেবা পাবেন।
করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন সোনু সুদ এবং তাঁর সংস্থা ‘সোনু সুদ ফাউন্ডেশন’। দৈনিক আক্রান্তদের সংখ্যা বাড়ছে। দ্বিতীয় দফায় মৃত্যুর হারও অনেক বেশি। হু হু করে বাড়ছে সংক্রমণ। স্বাভাবিকভাবে হাসপাতালে বেডের সমস্যা দেখা দিচ্ছে, অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। মানুষ সত্যি দিশেহারা। এই পরিস্থিতিতে কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে ‘ফ্রি কোভিড হেল্প’ লঞ্চ করলেন সোনু সুদ।
সোনু নিজেও সদ্য করোনা-মুক্ত হয়েছেন। কয়েকদিন আগেই তাঁর রির্পোট নেগেটিভ এসেছে। সোশ্যাল মিডিয়াতে নিজেই সেই কথা তিনি জানিয়েছেন। করোনা-মুক্ত হয়েই ফের ত্রাতার ভূমিকায় তিনি। ‘ফ্রি কোভিড হেল্প’ লঞ্চের কথা তিনি সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছেন। এই প্রকল্পে সাধারণ মানুষ বিনামূল্যে কোভিড টেস্ট এবং অন লাইনে চিকিৎসার পরিষেবা পাবেন। ‘ফ্রি কোভিড হেল্প’-এর কথা শেয়ার করে সোনু লিখেছেন, “আপনি বিশ্রাম নিন, আমাকে টেস্টের হ্যাপা পোয়াতে দিন।” ‘হিল ওয়েল ২৪’ এবং আরও একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই ‘ফ্রি কোভিড হেল্প’ প্রকল্পের পরিষেবা দিচ্ছেন সোনু।
You, take REST. Let me handle the TEST.
Launching FREE COVID HELP with @HealWell24 @Krsnaa_D@SoodFoundation pic.twitter.com/TXDEp5jRAc
— sonu sood (@SonuSood) April 27, 2021
‘ফ্রি কোভিড হেল্প’-এর মত একাধিক পরিষেবা দিয়ে যাচ্ছে সোনুর সংস্থা। হাসপাতালে বেডের ব্যবস্থা করে দেওয়া, অক্সিজেনের সিলিণ্ডার পৌঁছে দেওয়া সব কিছুই করছে তাঁর সংস্থা। সম্প্রতি করোনায় আক্রান্ত নাগপুরের একজন ২৫ বছর বয়সী মেয়ের ফুসফুস প্রতিস্থাপনের সব ব্যবস্থা করে দিয়েছেন সোনু। করোনায় মেয়েটির ফুসফুস ঝাঁঝরা হয়ে গিয়েছিল। মেয়েটির অপারেশন হয়েছে। এখন তিনি ভাল আছেন।
আরও পড়ুন:পিছিয়ে যেতে পারে রাজামৌলির ‘আর আর আর’-এর রিলিজ
নিজে করোনা আক্রান্ত হয়েও মানুষের জন্য সমান তালে কাজ করে গিয়েছেন সোনু। কোনও বিরাম ছিল না। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তাঁকে কোভিড ভ্যাকসিনেশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছেন।