পিছিয়ে যেতে পারে রাজামৌলির ‘আর আর আর’-এর রিলিজ

রাজামৌলি ঠিক করেছিলেন অক্টোবর মাসে রিলিজ করবেন ‘আর আর আর’। জুলাই মাসের মধ্যে শুটিং শেষ করে ১৩ অক্টোবর তিনি ছবির রিলিজ করবেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সব পরিকল্পনা ভেস্তে গেল।

পিছিয়ে যেতে পারে রাজামৌলির ‘আর আর আর’-এর রিলিজ
'আর আর আর'-এর পোস্টার
Follow Us:
| Updated on: Apr 28, 2021 | 1:09 PM

‘বাহুবলী’-র পর পরিচালক রাজামৌলির ‘আর আর আর’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। প্রায় দু’বছর ধরে তৈরি হচ্ছে এই ছবি। শুটিং এখনও কিছুটা বাকি। অতিমারির কারণে বেশ কিছুদিন শুটিং বন্ধ ছিল। দু’জন তেলেগু স্বাধীণতা সংগ্রামী রাজু এবং ভীমের গল্প ‘আর আর আর’(RRR)। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাম চরণ এবং জুনিয়র এন টি রামা রাও। অজয় দেবগণ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।এই ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রায় ৪০০ কোটি খরচ করে তৈরি হচ্ছে এই ছবি।

রাজামৌলি ঠিক করেছিলেন অক্টোবর মাসে রিলিজ করবেন ‘আর আর আর’। জুলাই মাসের মধ্যে শুটিং শেষ করে ১৩ অক্টোবর তিনি ছবির রিলিজ করবেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সব পরিকল্পনা ভেস্তে গেল। যেভাবে হু হু করে সংক্রমণ বাড়ছে, অত কলা-কুশলী নিয়ে এই মুহূর্তে শুটিং করা প্রায় অসম্ভব। ছবির একজন অভিনেতা জানিয়েছেন রাম চরণ এবং জুনিয়র এন টি রামা রাও দু’জনেরই বেশ অনেকটা শুট বাকি। এই বছরে দু’জনের কেউই খুব একটা টানা শুট করতে পারেননি। রামচরণ ব্যস্ত ছিলেন ‘আচার্য’-র শুটিং নিয়ে। রামা রাও অন্য একটি ছবির শুটিং করছিলেন। ঠিক ছিল জুলাইতে তাঁরা দু’জনেই শুটিং শেষ করবেন। কিন্তু এখন যা পরিস্থিতি, জুলাইতে শুটিং করা আদৌ সম্ভব কি না তা নিয়ে চিন্তায় পরিচালক।

আরও পড়ুন:করোনা পরিস্থিতিতে এগিয়ে এলেন অজয় দেবগণ, ‘কোভিড আই সি ইউ’ তৈরিতে দিলেন ১কোটি টাকা

ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন পরিস্থিতি যে দিকে এগোচ্ছে সামনের বছর জানুয়ারির মকর সংক্রান্তিতে ছবির রিলিজ হওয়ার সম্ভাবনা। এমনকী ওই সূত্র জানিয়েছেন ডিজিট্যাল রিলিজের কথাও চিন্তা-ভাবনা করা হচ্ছে।