Exclusive: ‘রাত পর্যন্ত শুট’, নিরাপত্তা প্রশ্নের মুখে, কতটা চিন্তায় থাকেন সৌমিতৃষার মা-বাবা?

Soumitrisha Kundu: শুটিং সেটও তো থাকছে না তালিকার বাইরে। উঠছে পরিচালকের নামে অভিযোগ। এমনই পরিস্থিতিতে মেয়ে যখন শুটিং-এ যায়, মনের কী অবস্থা থাকে সৌমিতৃষা কুণ্ডুর মা-বাবার? TV9 বাংলার সঙ্গে কথা বললেন, অভিনেত্রীর মা মৌসুমী কুণ্ডু, বাবা গৌতম কুণ্ডু।

Exclusive: 'রাত পর্যন্ত শুট', নিরাপত্তা প্রশ্নের মুখে, কতটা চিন্তায় থাকেন সৌমিতৃষার মা-বাবা?
Follow Us:
| Updated on: Sep 13, 2024 | 4:20 PM

জয়িতা চন্দ্র

কর্মস্থলে গিয়ে প্রাণ গেল তিলোত্তমা। নৃশংস হত্যা কাণ্ড দেখে ঘুম উড়ল গোটা রাজ্যের, গোটা দেশের, বিশ্বের। আরও একবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। অথচ বিশ্বজয় করছেন তাঁরা। প্রতিটা ক্ষেত্রে নিজেদের দক্ষতা, ক্ষমতার প্রমাণ দিয়ে চলেছেন। অথচ, সমাজের কোনও বদল নেই। নির্ভয়া থেকে তিলোত্তমা, মাঝে কেটে যাওয়া ১২টা বছরের কোনও বদল নেই। তাই আজও বাড়ির মেয়ে বাইরে বেরলে মা-বাবাদের চিন্তা হয়। কোন ক্ষেত্রে মেয়েরা অসম্মানিত হচ্ছে না? শুটিং সেটও তো থাকছে না তালিকার বাইরে। উঠছে পরিচালকের নামে অভিযোগ। এমনই পরিস্থিতিতে মেয়ে যখন শুটিং-এ যায়, মনের কী অবস্থা থাকে সৌমিতৃষা কুণ্ডুর মা-বাবার? TV9 বাংলার সঙ্গে কথা বললেন, অভিনেত্রীর মা মৌসুমী কুণ্ডু, বাবা গৌতম কুণ্ডু।

মেয়ে যখন প্রথম বলে অভিনয় জগতে আসতে চায়, ভয় করেনি? অভিনেত্রীর মা বললেন, ‘না, করেনি। কারণ ওর স্বপ্ন সত্যি হোক, এটাই তো চেয়েছিলাম। মা-বাবা হিসেবে যাতে সেই সাপোর্টটা দিতে পারি, সেই চেষ্টাই করি। ভয় কোন ক্ষেত্রে নেই বলুন! যে কোনও কাজে যেতে গেলেই তো পথে ঘাটে বেরতে হবে, সেখানেও তো বিপদ ঘটতে পারে। তাই সত্যি আলাদা করে অভিনয় জগত নিয়ে ভাবি না।’ আরজি কর কাণ্ডের পর কি কোথায় গিয়ে মেয়েকে নিয়ে ভয়টা মাথাচারা দিয়েছে? মৌসুমী দেবীর কথায়, ‘এক্ষেত্রেও বলব না। কারণ চিন্তা প্রথম থেকেই হত। কোন মায়ের চিন্তা হয় না বলুন তো। আজ বড় হয়েছে বলে না, ছোট থেকেই চিন্তা। স্কুল, লেখাপড়া, বাড়ি ফিরতে সামান্য দেরী হলেই মনটা ব্যকুল হয়ে পড়ে। আজও তাই। তিলোত্তমাও তো আমার মেয়েরই মতো, খবর দেখি। বড় কষ্ট হয়। এখন এটার বাইরে যেন কিছু ভাবতেই পারি না।’

শুটিং সেট থেকে বেশ কিছু অভিযোগ তো সামনে আসছে, এগুলো নিয়ে ভাবনা হয়? অভিনেত্রীর বাবা গৌতমবাবু বললেন, ‘সব সময় মেয়েকে একটা কথা শেখাই, চোখ কান খোলা রাখতে। বিপদের আঁচ তাতে আগাম পাওয়া যায়। বিচক্ষণতার সঙ্গে পথ চলতে। মুহূর্তে কাউকে বিশ্বাস যাতে করে না ফেলে। এইটুকু মেনে চললেই হল। বাকিটা ভগবান আছেন। তিনিই ভরসা।’

সৌমিতৃষা কুণ্ডু, সকলের প্রিয় মিঠাই। কেরিয়ার শুরু করেছেন মাত্র ১৬ বছর বয়সে। ২০১৬ থেকে তাঁর পথচলা শুরু। ২০২১-এ গিয়ে সবথচেয়ে বড় ব্রেক। মিঠাই ধারাবাহিক দিয়ে সকলে মন জয় করে নিয়েছিলেন তিনি। তারপর স্থির করেছিলেন ছোট পর্দা থেকে খানিক বিরতি নেবেন। দেবের বিপরীতে প্রধান ছবি দিয়ে বড়পর্দায় হাতেখড়ি। এরপর আরও এক ছবি করে ফেলেছেন তিনি, নাম ১০ই জুন। এবার ওয়েব সিরিজের পালা। কাজ নিয়েই ব্যস্তি সৌমিতৃষা। ইন্ডাস্ট্রির অন্দরমহল নিয়ে বললেন, ‘আমার সঙ্গে ঈশ্বরের আশীর্বাদে এখন পর্যন্ত তেমন কিছু হয়নি। তবে সাবধানে থাকি। পথেঘাটে সর্বত্র চেষ্টা করি সতর্কভাবে চলার। এখন একটাই লক্ষ্য তিলোত্তমা বিচার পাক।’