‘ও যা ভালো…’, দিঘা ঘুরে কাঞ্চনকে নিয়ে কী বললেন শ্রীময়ী
এমনিতে শহরে থাকলে কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতে বিভিন্ন পুজো হয়। যেমন বাবা লোকনাথের পুজো করেছিলেন তাঁরা। আবার ছোট্ট কৃষভির মুখেভাত হয়েছে কিছুদিন আগে ইসকনে। মুখেভাতের পর সকলে মিলে ভোগ খাওয়া হয়েছিল। মুখেভাতের পর কৃষভির প্রথম জগন্নাথ দর্শন হলো দিঘাতে। মন্দির উদ্বোধনের দিন, সেখানে পৌঁছাতে পারেননি কাঞ্চন। সেই সাধ এবার পূরণ হল।

রথ আসছে। তার প্রস্তুতি শুরু হয়ে গেল। দিঘার জগন্নাথ মন্দিরে সম্প্রতি পৌঁছে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ। সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁদের মেয়ে কৃষভিকে। খুব সুন্দর করে পুজো দিয়েছেন, প্রার্থনা করেছেন, তা বোঝা গেল দম্পতির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রেখেই। এমনিতে যে কোনও অনুষ্ঠানে শ্রীময়ী বিভিন্ন মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখতে ভালোবাসেন।
দিঘায় গিয়ে এবার কিন্তু ছন্দপতন! তুলনায় কম ভিডিয়ো করতে পেরেছেন। TV9 বাংলাকে শ্রীময়ী জানালেন, ”বাচ্চাকে নিয়ে এলে ভিডিয়ো তোলার কথা ভুলে যেতে হয়! বুঝতে পারলেন তো কী বলছি। আর কাঞ্চন যা ভালো সিনেমাটোগ্রাফার…এমন ভিডিয়ো করে দিয়েছে আমার, আমিই বাদ পড়ে গিয়েছি। সাবজেক্ট নেই, অবজেক্টের ভিডিয়ো করেছে।” এ কথা বলেই হাসেন শ্রীময়ী। দম্পতির মধ্যে এরকম খুনসুটি সারাক্ষণ চলতে থাকে।
লক্ষণীয় সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এই বিষয়ে অনেক মজার লেখা চোখে পড়ে। কোথাও দম্পতি ঘুরতে গেলে, বউ ঘুরবেন আর বরকে সব ছবি তুলে দিতে হবে, এটাই যেন নিয়ম! ভালো বর হতে গেলে দারুণ রিল শুট করতে পারতেই হবে, এরকম মজা করে লেখা হয়। সেই আলোচনায় এবার শ্রীময়ীও কিছু যোগ করলেন।
এমনিতে শহরে থাকলে কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতে বিভিন্ন পুজো হয়। যেমন বাবা লোকনাথের পুজো করেছিলেন তাঁরা। আবার ছোট্ট কৃষভির মুখেভাত হয়েছে কিছুদিন আগে ইসকনে। মুখেভাতের পর সকলে মিলে ভোগ খাওয়া হয়েছিল। মুখেভাতের পর কৃষভির প্রথম জগন্নাথ দর্শন হলো দিঘাতে। মন্দির উদ্বোধনের দিন, সেখানে পৌঁছাতে পারেননি কাঞ্চন। সেই সাধ এবার পূরণ হল।
