শুটিং ফ্লোরে শ্রীদেবীকে ছোবল মেরে মরে গেলে সাপটি! ঠিক কী ঘটে তারপর?
ছবিতে শ্রীদেবীর দুরন্ত অভিনয় সেই বছর ঝড় তুলেছিল। একের পর এক পুরস্কার জিতে নিয়েছিলেন শ্রীদেবী। কিন্তু এই নাগিনা ছবির শুটিংয়েই এমন এক ঘটনা ঘটেছিল, যা নাড়িয়ে দিয়েছিল গোটা ইন্ডাস্ট্রিকে।

সালটা ১৯৮৬। বলিউডের বক্স অফিস তখন সাপের কবলে! যে ছবির গল্পেই সাপ রয়েছে, সেই ছবিই সুপারহিট! ফিল্ম সমালোচকরা তো বলতেন, বক্স অফিসের দিকে নাগ দেবতার নজর!ঠিক এই সময়ই মুক্তি পেল শ্রীদেবী-ঋষি কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘নাগিনা’। ছবিতে শ্রীদেবীর দুরন্ত অভিনয় সেই বছর ঝড় তুলেছিল। একের পর এক পুরস্কার জিতে নিয়েছিলেন শ্রীদেবী। কিন্তু এই নাগিনা ছবির শুটিংয়েই এমন এক ঘটনা ঘটেছিল, যা নাড়িয়ে দিয়েছিল গোটা ইন্ডাস্ট্রিকে।
সেই সময়ের এক জনপ্রিয় ম্য়াগাজিনে প্রকাশিত হয়েছিল এই খবর। সেই খবর অনুযায়ী, নাগিনা ছবির শুটিংয়ে ঋষি কাপুরের সঙ্গে একটি রোমান্টিক গানের দৃশ্য শুট করছিলেন শ্রীদেবী। হঠাৎ তাঁর পায়ে সাপ কামড়ায়। সঙ্গে সঙ্গে শুটিং থামিয়ে শ্রীদেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সাপটি বিষধর না হওয়ায় সে যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিলেন শ্রীদেবী। কিন্তু এই ঘটনার পরের দিন যেটা ঘটে তা অবিশ্বাস্য।
শুটিং স্পটের ঠিক যেখানে শ্রীদেবীর পায়ে কামড় দিয়েছিল সাপটি। সেখানেই পড়ে থাকতে দেখা যায় সাপের মরদেহ। কীভাবে সাপটি মারা গেল, তা নিয়ে কৌতুহল ছড়িয়ে পড়ে গোটা শুটিং ইউনিটে। ঘটনাটি খুব একটা মঙ্গলজনক না হওয়ায়, শুটিং স্পট বদলে ফেলেন প্রযোজক ও পরিচালক। এমনকী, আলাদা করে নাগদেবতার পুজোও দেওয়া হয়েছিল ফের শুটিং শুরুর আগে। তবে কীভাবে সাপটির মৃত্যু হয়, তা আজও রহস্যময়।
