AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফোন করে প্রযোজককে গালিগালাজ, মারধরের হুমকি শাহরুখের! কী কাণ্ড ঘটান ‘কিং’ খান?

তখন বলিউডে সদ্য় পা দিয়েছেন শাহরুখ। ঠিক সেই সময়ই ফিরোজ খান একটি ছবি তৈরি করছিলেন। ফিরোজ চেয়েছিলেন সেই ছবিতে শাহরুখ অভিনয় করুক। কিন্তু চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ফিরোজের সেই ছবি করতে চাননি শাহরুখ। কিন্তু ফিরোজ ও তাঁর সহকারী ভসি খান একেবারে নাছোড়বান্দা।

ফোন করে প্রযোজককে গালিগালাজ, মারধরের হুমকি শাহরুখের! কী কাণ্ড ঘটান 'কিং' খান?
| Updated on: Nov 05, 2025 | 2:26 PM
Share

তিনি কিং খান, তিনি বলিউডের বাদশা। তাই শাহরুখের যে মেজাজটাও বাদশাহী হবে, তাতে আর অন্যথা কীসের! তবে শাহরুখের এমন মেজাজ কিন্তু ইদানিং নয়, আগেও ছিল। কেউ যদি শাহরুখ বা শাহরুখের প্রিয় মানুষদের একটুও কটূ কথা বলতেন, তাহলে এসআরকের রাগ ছিল দেখার মতো। উল্টোদিকের মানুষটাকে উত্তম-মধ্যম দিতেও পিছপা হতেন না অভিনেতা। একসময় তো ফোনে এক প্রযোজকে অশ্রাব্য গালিগালজ দিয়ে, মারধরের হুমকিও দিয়েছিলেন কিং খান। যা শুনে কেঁপে ঝেঁপে অস্থির!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সময়টা নয়ের দশকের শুরু। তখন বলিউডে সদ্য় পা দিয়েছেন শাহরুখ। ঠিক সেই সময়ই ফিরোজ খান একটি ছবি তৈরি করছিলেন। ফিরোজ চেয়েছিলেন সেই ছবিতে শাহরুখ অভিনয় করুক। কিন্তু চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ফিরোজের সেই ছবি করতে চাননি শাহরুখ। কিন্তু ফিরোজ ও তাঁর সহকারী ভসি খান একেবারে নাছোড়বান্দা। শাহরুখকেই চাই।

শাহরুখকে রাজি করতে, তাঁর সহকারীকে ফোন করেন ফিরোজ খানের ছবির প্রযোজক। প্রযোজক বলেন, শাহরুখ কত বড় অভিনেতা যে আমাদের না করছে? প্রযোজকের একথা কানে যায় শাহরুখের। সহকারীর থেকে ফোন ছিনিয়ে নিয়ে শাহরুখ প্রথমেই দিল্লির সবচেয়ে চলতি গালিগালাজ দেন, তারপর সোজা বলেন, আর যদি ফোন আসে, তা উত্তম-মধ্যম দেব! শাহরুখের মুখে এমন কথা শুনে অবাক হয়েছিলেন অভিনেতা ও চিত্রনাট্যকার বিবেক বাসওয়ানি। সম্প্রতি বিবেকই এক পডকাস্টে এই ঘটনার কথা শেয়ার করেন।