মা-ছেলের সম্পর্ক নিয়ে কুৎসিত ইঙ্গিত! শুভশ্রীকে তীব্র তুলোধনা
Subhashree Ganguly: হালিশহরের বাড়িতে এই বার পরিবারকে নিয়ে দোল উদযাপন করেন শুভশ্রী। সেই ছবি সামাজিক মাধ্যমে দিতেও দেখা যায় তাঁকে। ছবিগুচ্ছের মধ্যে একটি ছবিতে দেখা যায় ইউভানকে ঠোঁটে স্নেহের পরশ এঁকে দিচ্ছেন মা।

ছেলের বয়স মাত্র সাড়ে তিন! সে ও যে পড়তে পারে কটাক্ষের মুখে তা হয়তো নিজেও ধারণা করতে পারেননি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে হল এমনটাই। ইউভানের সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করতেই এমনভাবে নোংরা আক্রমণ ধেয়ে এল তাঁর দিকে যা মনে করিয়ে দিচ্ছে বছর খানেক আগে ঐশ্বর্যা রাই বচ্চন ও আরাধ্যা বচ্চনের এক ছবির কথা!
হালিশহরের বাড়িতে এই বার পরিবারকে নিয়ে দোল উদযাপন করেন শুভশ্রী। সেই ছবি সামাজিক মাধ্যমে দিতেও দেখা যায় তাঁকে। ছবিগুচ্ছের মধ্যে একটি ছবিতে দেখা যায় ইউভানকে ঠোঁটে স্নেহের পরশ এঁকে দিচ্ছেন মা। সেই ছবি নিয়েই শুরু হয় মাতামাতি। এক ব্যক্তি লেখেন, “মা ছেলের সম্পর্ককে এই ভাবে ছোটো না করলেও পারতেন। ছিঃ গালে বা কপালেও চুমু টা খাওয়া যেত।” এখানেই শেষ নয়, আরও একজন লেখেন, “বেশি আধুনিক হওয়ার চেষ্টা করছেন! লজ্জা লাগা দরকার।” যদিও বেশিক্ষণ এই ট্রোলিং স্থায়ী হয়নি। এক শিশু ও মায়ের সম্পর্ক নিয়ে নোংরা কাটাছেঁড়ায় এগিয়ে আসেন তাঁর ভক্তরাই।
View this post on Instagram
শুভশ্রীর পাশে দাঁড়িয়ে একজন লেখেন, “কারা এরা??? মা আর ছেলের আদুরে চুমু কে নোংরা মন্তব্য করছে আমারও তো ছেলে আছে এইভবে মুখে চুমু খায় কই কোনো তো আলাদা অনুভূতি আসে না!” সন্তানের ঠোঁটে চুমু খাওয়ার কারণে অতীতে একগুচ্ছ অভিনেতা-অভিনেত্রী ট্রোলিংয়ের শিকার হয়েছেন। এঁদের মধ্যে আরাধ্যা-ঐশ্বর্যা, এ ছাড়াও রয়েছেন ছবি মিত্তল ও তাঁর সন্তান, সুস্মিতা সেন ও তাঁর সন্তানেরা সহ অনেকেই। সমালোচনার কেউ প্রতিবাদ করেছেন আবার কেউ বেছে নিয়েছে নিরুত্তর থাকা। শুভশ্রীও এ ক্ষেত্রে দ্বিতীয়টিই বেছে নিয়েছেন। ওই সমালোচনায় মুখ খুলতে এখনও পর্যন্ত দেখা যায়নি তাঁকে।
