AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রয়াত সানির ৪ কন্যা সন্তান, এতদিন পর সামনে আনলেন ভয়ানক খবর

বর্তমানে সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের তিন সন্তান—দত্তক নেওয়া কন্যা নিশা এবং সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া যমজ পুত্র আশার ও নোয়া। কিন্তু এই সুন্দর পরিবারের পেছনে লুকিয়ে আছে অনেক কষ্টের, অনেক যন্ত্রণার গল্প।

প্রয়াত সানির ৪ কন্যা সন্তান, এতদিন পর সামনে আনলেন ভয়ানক খবর
| Edited By: | Updated on: Aug 30, 2025 | 2:07 PM
Share

বলিউড অভিনেত্রী তথা সঞ্চালক সানি লিওনি সম্প্রতি এক পডকাস্টে তাঁর মা হয়ে ওঠার কঠিন লড়াইয়ের কথা শেয়ার করে নেন। অনেকেই হয়তো জানেন না কোন কঠিন সময় দিয়ে তাঁকে সফল হতে হয়েছে। বর্তমানে সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের তিন সন্তান—দত্তক নেওয়া কন্যা নিশা এবং সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া যমজ পুত্র আশার ও নোয়া। কিন্তু এই সুন্দর পরিবারের পেছনে লুকিয়ে আছে অনেক কষ্টের, অনেক যন্ত্রণার গল্প। সানি জানান, মা হওয়ার জন্যে তিনি আইভিএফ ও সারোগেসির মাধ্যমে অনেক চেষ্টার পর তবেই ফল পেয়েছেন।

সানির কথায়, শুরুতে তিনি ও ড্যানিয়েল ৬টি ভ্রূণ তৈরি করেছিলেন—যার জেরে জন্ম নেয় চার মেয়ে ও দুটি ছেলে। কিন্তু দুর্ভাগ্যবশত, চারটি মেয়েই বাঁচেনি। তিনি বলেন, “যখন ভ্রূণ প্রতিস্থাপন করা হয়, তখন মন মানে নেয় আমি গর্ভবতী। কিন্তু এক সপ্তাহের মধ্যেই জানতে পারি, সব কিছু শেষ হয়ে গিয়েছে।” চিকিৎসকদের কাছ থেকেও সঠিক সহযোগিতা না পাওয়ায় তাঁরা চিকিৎসক বদল করেন এবং পরে সফলভাবে যমজ পুত্রদের জন্ম দেন।

এই সময় তাঁরা দত্তকের জন্যে জন্য আবেদন করেছিলেন এবং তাঁদের জীবনে আসে ছোট্ট নিশা। সানি জানান, এই লড়াই মানসিকভাবে খুব কঠিন ছিল, কিন্তু ড্যানিয়েল সবসময় তাঁর পাশে ছিলেন। নিজেদের কষ্টের কথা কাউকে না জানিয়ে তাঁরা একে অপরকে ভরসা-সাহস দিয়েছেন।