‘নিজের মেয়েটার মুখের দিকে…’, কেন ঘুম নেই স্বস্তিকার চোখে?
Swastika Mukherjee: লাগাতার পোস্ট করে চলেছেন তিলোত্তমার নানা বিষয়কে কেন্দ্র করে। এবার তাঁর পোস্টে আবেগঘন বার্তা, দিনের শেষে তিনিও তো মা। এবার সেই মায়ের জায়গা থেকে বিচলিত অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখলেন...।
স্বস্তিকা মুখোপাধ্য়ায়। আরজি কর কাণ্ডে প্রথম থেকেই হয়েছিলেন সরব। লাগাতার পোস্ট করে চলেছেন তিলোত্তমার নানা বিষয়কে কেন্দ্র করে। এবার তাঁর পোস্টে আবেগঘন বার্তা, দিনের শেষে তিনিও তো মা। এবার সেই মায়ের জায়গা থেকে বিচলিত অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘কেউ ধরা পরবে ? কেউ গ্রেফতার হবে ? কেউ শাস্তি পাবে ? এখনও CBI কাউকে খুঁজে পাচ্ছে না ? দু সপ্তাহ হতে চলল তো। এরকম একটা মর্মান্তিক ঘটনাও যদি তলিয়ে যায় তাহলে আর আমাদের মেয়েদের বাঁচার উপায় নেই। আহারে। ওর বাবা মা কি নিয়ে বাঁচবে এটা ভাবলেই আর ঘুম আসে না। নিজের মেয়ে টার মুখের দিকে চেয়ে থাকি আর সকাল হয়ে যায়।’
প্রসঙ্গত, নবান্ন অভিযান নিয়ে একটি পোস্ট করে সম্প্রতি কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। আগামী ২৭ অগস্ট বিচার চেয়ে নবান্ন অভিযানে নামছে ছাত্ররা। এই বার্তা চোখে পড়তেই সকলকে সাবধান করেছিলেন স্বস্তিকা। তিনি চান না সাধারণ মানুষ কোনও রাজনৈতিক দলের হয়ে সুর না চড়িয়ে ফেলে। তিনি লিখেছিলেন, ‘২৭ তারিখে ছাত্রদের নাম করে নবান্ন চল ডাকের আর্জি শেয়ার করার আগে ভেরিভাই (যাচাই) করুন। দলীয় রাজনৈতিক ফায়দা লুটতে দেবেন না।’ এই সতর্কবার্তা তিনি লিখলেই অনেকেই স্বস্তিকার উদ্দেশে বিভিন্ন নানা মন্তব্য করতে শুরু করেন। যার সারমর্ম হল, তিনি কোথাও গিয়ে এই আন্দোলনকে সমর্থন করছেন না। তা নজরে আসতেই মুখ খুলেছিলেন স্বস্তিকা।
সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘VERIFY (যাচাই) করতে বলেছি। VERIFY (যাচাই). অন্ধের মতন যে যা বলছে তাতে বিশ্বাস করতে না বলা মানে আন্দোলন কে সমর্থন করছি না নয়। আর বাংলাদেশের সময় আমি কি করেছি সেটা আমায় মনে করানোর দরকার নেই। আমার দেশে বা রাজ্যে হওয়া সমস্যাতেও আমি আমার মতন করে চেষ্টা করি সোচ্চার হওয়ার। হ্যাঁ তে হ্যাঁ আর না তে না বলব না। শাসক রা বললেও করব না, বিরোধীরা বললেও করব না আর আপনারা বললেও করব না। গালাগাল দেওয়ার জন্য কারন না খুঁজে এমনি দিন। মেয়েদের সম্মানের জন্য লড়াইতে কোন মেয়ে কত সন্মান পাচ্ছে দেখতেই পাচ্ছি। বাছাই করে সন্মান করা যায় নাকি?’ তাঁর মত প্রতিটা মানুষের দাবি এক, এই লড়াইয়ে কোনও রাজনীতির ফাঁদে না পড়ে কেবল বিচারটুকু চাইতে, নারী সুরক্ষা নিশ্চিত করতে পথে নামার অনুরোধ করলেন অভিনেত্রী।