জলকেলিতে জলপরীরা! স্যুইমিং পুলে সানি-মৌনি, দেখুন ছবি

মৌনি রায় ও সানি লিওনি। দু’জনেই সুন্দরী, হট, এবং বোল্ড! শনিবার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রীরা। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং তাঁরা। শহরের তাপমাত্রা কমলেও সুইমিং পুলে তাঁদের জলকেলির ছবি ব্যাপক উষ্ণতা বাড়িয়েছে।

| Updated on: Jan 31, 2021 | 4:23 PM
সুইমিং পুলে চিৎসাঁতার কাটলেন মৌনি। চোখ বন্ধ। চারপাশে নীল জল। হাত দুপাশে ছড়ানো। পরনে সাদা বিকিনি।

সুইমিং পুলে চিৎসাঁতার কাটলেন মৌনি। চোখ বন্ধ। চারপাশে নীল জল। হাত দুপাশে ছড়ানো। পরনে সাদা বিকিনি।

1 / 7
মৌনি

মৌনি

2 / 7
মৌনি

মৌনি

3 / 7
তাঁর ছবি দেখে কমেন্ট করেছেন শমিতা শেট্টিও। লিখেছেন ‘হটনেস’। শোনা যাচ্ছে সূরয নামিবারের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন বঙ্গতনয়া।

তাঁর ছবি দেখে কমেন্ট করেছেন শমিতা শেট্টিও। লিখেছেন ‘হটনেস’। শোনা যাচ্ছে সূরয নামিবারের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন বঙ্গতনয়া।

4 / 7
অন্যদিকে সানি লিওনি কেরালায় ছুটি কাটাচ্ছেন। তিনি পরেছেন পিচ রঙের বিকিনি। টু পিসে সানির জলকেলির ছবিতে ৮ লক্ষ লাইক ছুঁইছুই।

অন্যদিকে সানি লিওনি কেরালায় ছুটি কাটাচ্ছেন। তিনি পরেছেন পিচ রঙের বিকিনি। টু পিসে সানির জলকেলির ছবিতে ৮ লক্ষ লাইক ছুঁইছুই।

5 / 7
কেরলের পূভার দ্বীপে রয়েছেন সানি। নীল স্যুইমিং পুলে তিনিও কাটছেন চিৎ সাঁতার। তবে সানির হাত জোড়া।

কেরলের পূভার দ্বীপে রয়েছেন সানি। নীল স্যুইমিং পুলে তিনিও কাটছেন চিৎ সাঁতার। তবে সানির হাত জোড়া।

6 / 7
চোখে ওভারসাইজড কালো সানগ্লাসে উপরের দিকে তাকিয়ে রোদ নিচ্ছেন সানি। ক্যাপশানে লেখা ‘ফ্রম কেরল উইদ লাভ’

চোখে ওভারসাইজড কালো সানগ্লাসে উপরের দিকে তাকিয়ে রোদ নিচ্ছেন সানি। ক্যাপশানে লেখা ‘ফ্রম কেরল উইদ লাভ’

7 / 7
Follow Us: