Big Boss 15: “আমাকে কি তুমি পছন্দ করো?”, করণ কুন্দ্রার প্রশ্নের কী জবাব দিলেন তেজস্বী প্রকাশ?
সম্প্রতি করণ ও তেজস্বীর মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। একে অপরকে মনের কথা প্রকাশ করেন দুই তারকা।
বিগ বসের বাড়িতে অনেকের মধ্যেই রোম্যান্টিক লিঙ্ক আপ হয়েছে। কিছুদিন আগে শমিতা শেট্টির ইচ্ছাপূরণ করেছেন নির্মাতারা। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে নিয়ে এসেছেন রাকেশ বাপতকে। সেদিনই অন্য এক কাপল মাইশা আইয়ার ও ঈশান সেগাল বেরিয়ে গিয়েছিলেন বিগ বসের বাড়ি থেকে। কিন্তু আপাতত করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশের কেমিস্ট্রির দিকেই সকলের নজর। তাঁদের মধ্যে কী তৈরি হয়েছে ভালবাসার সম্পর্ক?
গত সপ্তাহান্তে ‘উইকেন্ড কা ওয়ার’-এ বিগ বসের বাড়িতে এসেছিলেন একতা কাপুর। একতার সঙ্গে করণের বন্ধুত্ব সেদিন সকলেই প্রত্যক্ষ করেছেন। অনেকদিনের বন্ধুত্ব তাঁদের। শোতে একতাই সরাসরি জিজ্ঞেস করেন করণ তেজস্বীকে পছন্দ করেন কিনা? সেদিনও তেজস্বীর প্রতি করণ তাঁর মনের ভাব প্রকাশ করতে পিছ পা হননি।
সম্প্রতি বিগ বসের বাড়িতে সকলে ঘুমিয়ে পড়েন। সেই সময় করণ ও তেজস্বীর মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। একে অপরকে মনের কথা প্রকাশ করেন দুই তারকা। লাইট নেভানো ছিল সেসময়। একই বিছানায় ঘুমচ্ছিলেন নিশান ভাটও। বিগ বসের বাড়ির অনেক ঘটনা নিয়েই তাঁরা আলোচনা করছিলেন। হঠাৎই করণ বলতে শুরু করেন, তেজস্বী তাঁর সঙ্গে সঠিক ভাবে ব্য়বহার করেননি অনেক সময়। কথাবার্তা চলাকালীনই করণ তাঁকে জিজ্ঞেস করেন, “তুমি কি আমাকে পছন্দ করো?”
তেজস্বী লজ্জা পেয়ে বলেছেন, “এটা কী ধরনের প্রশ্ন?” পাল্টা প্রশ্নের পর করণ তাঁকে একটু অন্য রকমভাবে জিজ্ঞেস করেন, “না না, বন্ধু হিসেবে কী তুমি আমাকে পছন্দ করো?” এই প্রশ্নের উত্তরে তেজস্বী ‘হ্যাঁ’ বলেছেন।
জঙ্গলের জায়গায় করণকে একবার পিছিয়ে যেতে বলেছিলেন তেজস্বী। সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন উমার রিয়াজ় ও বিশাল কোটিয়ান।
আরও পড়ুন: Manali-Sweta: মেকআপ রুমে ঝাঁটা হাতে চড়ুইয়ের দিকে তেড়ে এল ফুলঝুড়ি, তারপর কী হল?